মুখ্যমন্ত্রী ও `তুচ্ছ` ঘটনার উপাখ্যান

সুদীপ্ত গুপ্তর মৃত্যু ছোট্ট, তুচ্ছ ঘটনা। বেঙ্গালুরুতে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলার মাঝেই মুখ্যমন্ত্রী বলে দিলেন, পুলিসি বর্বরতায় নয়, সুদীপ্তর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। তবে এবারই প্রথম নয়, এর আগেও নানা ঘটনায় এরকম মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। 

Updated By: Apr 4, 2013, 09:47 PM IST

সুদীপ্ত গুপ্তর মৃত্যু ছোট্ট, তুচ্ছ ঘটনা। বেঙ্গালুরুতে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত চলার মাঝেই মুখ্যমন্ত্রী বলে দিলেন, পুলিসি বর্বরতায় নয়, সুদীপ্তর মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। তবে এবারই প্রথম নয়, এর আগেও নানা ঘটনায় এরকম মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। 
পার্ক স্ট্রিট গণধর্ষণ
মুখ্যমন্ত্রী বলেছিলেন, সাজানো অভিযোগ।  আরও বলেছিলেন সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করতেই ওই অভিযোগ করছেন ওই মহিলা।
অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন বুঝিয়ে দিয়েছিলেন, অভিযোগটা মোটেই সাজানো ছিল না। প্রমাণিত হয় ধর্ষণের ঘটনাও। বদলি করে দেওয়া হয় দময়ন্তীকে। 
কাটোয়া কাণ্ড
মুখ্যমন্ত্রী বলেছিলেন, সিপিআইএম ওই ভদ্রমহিলাকে দিয়ে ধর্ষণের সাজানো অভিযোগ করিয়েছে। এক্ষেত্রেও ধর্ষণের ঘটনা প্রমাণিত।
রায়গঞ্জ কলেজের অধ্যক্ষ নিগ্রহ
হামলার অভিযোগটা উঠেছিল তৃণমূল কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ছোট ছোট ছেলেমেয়েদের কাজ।

শিলাদিত্য কাণ্ড
সারের দাম কেন বাড়ছে, বেলপাহাড়ির জনসভায় মুখ্যমন্ত্রীকে সেই প্রশ্ন করায় বিনপুরের তৃণমূল কর্মী শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী তকমা দিয়ে গ্রেফতার করান মুখ্যমন্ত্রী। 
অম্বিকেশ কাণ্ড
এই কার্টুন ই মেল করায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে গ্রেফতার করে পুলিস। ওটা কার্টুন নয়, তাঁকে খুনের ষড়যন্ত্র। অভিযোগটা করেছিলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে একের পর কৃষক আত্মহত্যা করলেও তা মানেননি মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আইন অমান্য করে গ্রেফতার হওয়ার পরে পুলিসি হেফাজতে মৃত্যু হয় এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর। 

.