পাড়ুইয়ে এলাকা দখলকে কেন্দ্র করে আজও দফায় দফায় সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি

অশান্তি থামার লক্ষণ নেই। রাজনৈতিক সংঘর্ষে আবারও উত্তপ্ত বীরভূমের পাড়ুই। এলাকা দখলকে কেন্দ্র করে আজও দফায় দফায় সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি। ব্যাপক বোমাবাজি, গুলির লড়াইয়ে সন্ত্রস্ত এলাকা। পুলিসের উপস্থিতিতেও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।  

Updated By: May 25, 2015, 06:48 PM IST

ওয়েব ডেস্ক: অশান্তি থামার লক্ষণ নেই। রাজনৈতিক সংঘর্ষে আবারও উত্তপ্ত বীরভূমের পাড়ুই। এলাকা দখলকে কেন্দ্র করে আজও দফায় দফায় সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি। ব্যাপক বোমাবাজি, গুলির লড়াইয়ে সন্ত্রস্ত এলাকা। পুলিসের উপস্থিতিতেও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।  
   
বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত পাড়ুয়ের গোরাপাড়া গ্রাম। রবিবারই পাশের গ্রাম হাঁসরায় সভা করে গিয়েছেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিজেপি নেতা সদাই শেখ তৃণমূলে যোগ দিতে চলেছেন, এই জল্পনা উস্কে দিয়ে যান তিনি।

অভিযোগ, তার জেরেই রাত থেকে ঝামেলা চরমে উঠেছে গোরাপাড়া সহ আশেপাশের গ্রামগুলিতে। দফায় দফায় চলে বোমাবাজি। মাঝেমধ্যেই গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। সোমবার সকালেও ছবিটা বদলায়নি। একাধিক বাড়ি ভাঙচুর হয়েছে।

সংবাদমাধ্যমে সংঘর্ষের খবর প্রচার হতেই, বিশাল পুলিসবাহিনী, র‌্যাফ নিয়ে গ্রামে পৌছন বোলপুরের SDPO। জমানো বোমা-গুলির সন্ধানে গ্রামজুড়ে চলে তল্লাসি। যদিও অভিযোগ, এরই মধ্যে পুলিসের উপস্থিতিতে চোরাগোপ্তা হামলা চালায় দুপক্ষই। সংঘর্ষে রণক্ষেত্র ছাতারবাঁদি, বনপাতরা সহ বহু অঞ্চল। রাজনৈতিক সংঘর্ষের মাঝে পড়ে সন্ত্রস্ত গ্রামবাসীরা। 

.