ফের রাজ্যে চিটফান্ডের জালে জড়িয়ে সর্বশান্ত হওয়ার ঘটনা
ফের চিটফান্ডের জালে জড়িয়ে সর্বশান্ত হওয়ার ঘটনা। মেয়াদ শেষের পরও টাকা না পেয়ে এজেন্টদের বাড়িতে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা। ঘটনা কাঁথি মহকুমার রামনগর থানা এলাকার পূর্ববাড় গ্রামের। বছর তিনেক আগে অশোকা লাইফ সায়েন্স লিমিটেড নামের একটি সংস্থা ওই গ্রামে নিজেদের শাখা খোলে।
ফের চিটফান্ডের জালে জড়িয়ে সর্বশান্ত হওয়ার ঘটনা। মেয়াদ শেষের পরও টাকা না পেয়ে এজেন্টদের বাড়িতে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা। ঘটনা কাঁথি মহকুমার রামনগর থানা এলাকার পূর্ববাড় গ্রামের। বছর তিনেক আগে অশোকা লাইফ সায়েন্স লিমিটেড নামের একটি সংস্থা ওই গ্রামে নিজেদের শাখা খোলে।
অভিযোগ, প্রায় ৬০০ পরিবারের কাছ থেকে টাকা তোলে ওই চিটফান্ড সংস্থা। সম্প্রতি গ্রাম থেকে নিজেদের অফিস গুটিয়ে চম্পট দেয় সংস্থাটি। এরপরই বুধবার সংস্থার দুই এজেন্ট অসীম মাইতি ও দোলা মাইতির কাছে নিজেদের প্রাপ্য আদায় করতে যান আমানতকারীরা। টাকা না পেয়ে বাড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ। ঘটনায় পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন আমানতকারীরা।