আশ্রয় হোমের ২ গর্ভবতী মহিলাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ জেলাশাসকের

শিশুপাচারকাণ্ডে শুধু জলপাইগুড়ি নয়, তোলপাড় গোটা রাজ্য। এরই মধ্যে আশ্রয় হোম থেকে ২ গর্ভবতী মহিলাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দিলেন জেলাশাসক রচনা ভগত। এছাড়া হোমের ৪ শিশু আবাসিককে অন্যান্য হোমে পাঠানোর উদ্যোগ নিল জেলা সমাজকল্যাণ দফতর। বর্তমানে আশ্রয় হোমে মোট ২১জন আবাসিক রয়েছেন।

Updated By: Feb 22, 2017, 11:11 AM IST
আশ্রয় হোমের ২ গর্ভবতী মহিলাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ জেলাশাসকের

ওয়েব ডেস্ক: শিশুপাচারকাণ্ডে শুধু জলপাইগুড়ি নয়, তোলপাড় গোটা রাজ্য। এরই মধ্যে আশ্রয় হোম থেকে ২ গর্ভবতী মহিলাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর নির্দেশ দিলেন জেলাশাসক রচনা ভগত। এছাড়া হোমের ৪ শিশু আবাসিককে অন্যান্য হোমে পাঠানোর উদ্যোগ নিল জেলা সমাজকল্যাণ দফতর। বর্তমানে আশ্রয় হোমে মোট ২১জন আবাসিক রয়েছেন।

এদিকে, ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। অভিযোগ, মঙ্গলবার রাতে বেলেন দুর্গানগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রঘুনাথপুর গ্রামে শাসক দলের প্রবীণ নেতা গৌর সরকারের এক অনুগামীর বাড়িতে হামলা চালায় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের অনুগামীরা। ওসমান মোল্লার বাড়িতে ভাঙচুর ও লুঠপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর মারধর করা হয় বলেও অভিযোগ। (আরও পড়ুন- জলপাইগুড়ির শিশু পাচারে দিল্লি কানেকশন, প্রায়ই দিল্লিতে দরবার করতেন বিজেপি নেত্রী)

.