মাধ্যমিকের আগের রাতে বাবার মৃত্যু, সব ওলট পালট সোনারপুরের পরীক্ষার্থীর

জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগেই পথ দুর্ঘটনায় বাবার মৃত্যু। হঠাতই সব ওলট পালট হয়ে গেল সোনারপুরের বাঁশতলার মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়া মন্ডলের।

Updated By: Feb 22, 2017, 11:00 AM IST

ওয়েব ডেস্ক: জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগেই পথ দুর্ঘটনায় বাবার মৃত্যু। হঠাতই সব ওলট পালট হয়ে গেল সোনারপুরের বাঁশতলার মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়া মন্ডলের।

গতরাতে কলকাতায় সোনার দোকানে কাজ সেরে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন সমীর মন্ডল। সেই সময় বোসপুকুর মোড়ের কাছে তাঁকে পিছন থেকে ধাক্কা মারে রাজপুরগামী ইট বোঝাই একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সমীরবাবুর। এরপরই উত্তেজিত জনতা লরি ভাঙচুর করে এবং চালক ও খালাসিকে মারধর করে স্থানীয় একটি ক্লাবঘরে আটকে রাখে।

দুর্ঘটনার পর ব্যস্ত রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিস। তবে চালক এবং খালাসিকে গ্রেফতার করতে গেলে স্থানীয়দের সঙ্গে তারা বচসায় জড়িয়ে পড়ে। পরে অবশ্য দুজনকেই গ্রেফতার করে পুলিস। দোষীদের শাস্তির আশ্বাসে উঠে যায় অবরোধ। (আরও পড়ুন- তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত জয়নগর)

.