ছাত্রমৃত্যুর ঘটনায় ভাঙচুর এ বার সারদাপীঠে
ছাত্রমৃত্যুর ঘটনায় ভাঙচুর হল সারদাপীঠে। গতকাল ফুটবল খেলার পর স্নান করতে নেমে তলিয়ে যায় শিল্পমন্দির পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র স্বার্থক মজুমদার। খবর দেওয়া হয় দমকলে। দমকল সহ দুটি থানার পুলিস উদ্ধার কাজে নামে।
ছাত্রমৃত্যুর ঘটনায় ভাঙচুর হল সারদাপীঠে। গতকাল ফুটবল খেলার পর স্নান করতে নেমে তলিয়ে যায় শিল্পমন্দির পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র স্বার্থক মজুমদার। খবর দেওয়া হয় দমকলে। দমকল সহ দুটি থানার পুলিস উদ্ধার কাজে নামে।
উদ্ধারের পর ওই ছাত্রকে হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তখনকার মতো বিষযটি মিটে গেলেও রাত ১১টা নাগাদ ওই ছাত্রের আত্মীয় ও কয়েকজন প্রতিবেশী মিলে শিল্পমন্দিরে চড়াও যান। নিরাপত্তা কর্মীকে মারধরের পর সারদাপীঠে গিয়ে ভাঙচুর শুরু করেন তারা। দরজা, জানলা ভাঙা হয়। পুলিসে খবর দেওয়া হলে ভাঙচুরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বারোজনকে আটক করে বেলুড় থানা।
(ছবি- ক্রাইস্ট চার্চ স্কুলে ভাঙচুরের।)