মহকুমা পরিষদের ভোট ঘিরে বাম-তৃণমূল যুযুধানে যুদ্ধভূমি শিলিগুড়ি

মহকুমা পরিষদের ভোট ঘিরে, যুদ্ধভূমি শিলিগুড়ি। যুযুধান বাম-তৃণমূল। দুই শিবিরের দুই সেনাপতি, অশোক ভট্টাচার্য এবং গৌতম দেব এই ভোটযুদ্ধের নেতৃত্বে। দিনরাত চলছে প্রচার। শেষপর্যন্ত কে দখল নেবে মহকুমা পরিষদের, তা নিয়ে চড়ছে জল্পনার পারদ।   

ভোটযুদ্ধে সরগরম শিলিগুড়ি। একদিকে অশোক ভট্টাচার্য। পুরবোর্ডের দখল নেওয়ার পর, এখন রাজ্যে অশোক-মডেল নিয়ে আলোচনা-পর্যালোচনা তুঙ্গে। বামেদের দখলে থাকা মহকুমা পরিষদ, দু হাজার তেরোয় ছিনিয়ে নেয় তৃণমূল। এবার তা পুনর্দখলের লড়াইয়ে বামেরা। স্টার ক্যাম্পেইনার(Campaigner) শিলিগুড়ি পুরসভার মেয়র নিজে। প্রতিপক্ষ শিবিরে গৌতম দেবের সামনে আরেক চ্যালেঞ্জ। শিলিগুড়ি পুরনিগমে হারের পর দলে বেশ চাপে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এবার মহকুমা পরিষদের ভোট তাঁর কাছে অগ্নিপরীক্ষা।

এ ছবি কয়েক মাস আগের। পুরবোর্ড গঠনের পর মেয়র অশোক ভট্টাচার্যের সঙ্গে উত্তরকন্যায় উন্নয়ন-বৈঠকে বসেছিলেন গৌতম দেব। তবে ভোটযুদ্ধের ময়দানে এখন এসব অতীত।

 

English Title: 
Chaos at Siliguri Mahakuma vote
News Source: 
Home Title: 

মহকুমা পরিষদের ভোট ঘিরে বাম-তৃণমূল যুযুধানে যুদ্ধভূমি শিলিগুড়ি

মহকুমা পরিষদের ভোট ঘিরে বাম-তৃণমূল যুযুধানে যুদ্ধভূমি শিলিগুড়ি
Yes
Is Blog?: 
No
Section: