বদলাচ্ছে এসএসসি`র ধাঁচ

ঢেলে সাজানো হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার বিষয়বস্তু। পরিবর্তন আনা হচ্ছে পরীক্ষার পদ্ধতিতেও। পুরোনো বিষয়বস্তুর সঙ্গেই `টিচারস এলিজিবিলিটি টেস্ট` বা `টেট`-এর বিভিন্ন বিষয়বস্তু যোগ করার কথা ভাবছে রাজ্য সরকার।

Updated By: Nov 5, 2011, 11:30 AM IST

ঢেলে সাজানো হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার বিষয়বস্তু। পরিবর্তন আনা হচ্ছে পরীক্ষার পদ্ধতিতেও। পুরোনো বিষয়বস্তুর সঙ্গেই `টিচারস এলিজিবিলিটি টেস্ট` বা
`টেট`-এর বিভিন্ন বিষয়বস্তু যোগ করার কথা ভাবছে রাজ্য সরকার। আগামী সপ্তাহের মধ্যেই সমস্ত বিষয় চূড়ান্ত করে বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশ মত `টিচারস এলিজিবিলিটি টেস্ট` বা `টেট` নিতে বাধ্য যে কোনও রাজ্য। কিন্তু এরাজ্যে গত কয়েকবছর ধরে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র মাধ্যমে শিক্ষক নির্বাচন করা হয়ে থাকে। অথচ `টেট` এবং এসএসসি পরীক্ষার বিষয়বস্তুর মধ্যে বিস্তর ফারাক। সেক্ষেত্রে কেন্দ্রের নির্দেশ মানতে গেলে প্রার্থীদের দুটো পরীক্ষা দিতে হবে। সমস্যা এড়াতে তাই শুধুমাত্র বিষয়বস্তুর পরিবর্তন ও সংযোজন ঘটিয়ে একটিমাত্র পরীক্ষার মাধ্যমে শিক্ষক নির্বাচন করার উদ্যোগ নিচ্ছে রাজ্য। মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই এসএসসি-র মাধ্যমে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেক্ষেত্রে এসএসসি-তে কী কী পরিবর্তনের কথা ভাবছে রাজ্য?
সূত্রে খবর, শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুকে পড়ানোর পদ্ধতিসহ বেশ কয়েকটি বিষয় এসএসসি-র সিলেবাসের অন্তর্ভুক্ত হতে পারে। এই বিষয়গুলির ওপর অবজেক্টিভ ধরনের পরীক্ষা হবে। একই দিনে দুটি ভাগে পরীক্ষা নেওয়া হতে পারে। বর্তমানে একজন প্রার্থী, যে বিষয়ের শিক্ষক হতে চান, সেই বিষয়ের ওপর পরীক্ষা দেন। নতুন ব্যবস্থাতেও সেই নিয়ম অপরিবর্তিত থাকবে। তবে সেক্ষেত্রে মোট বরাদ্দ নম্বরের পরিবর্তন হতে পারে।

.