ডাকাতদের আরাধ্য 'ডাকাতকালী'

বিপ্লবীদের স্মৃতি আঁকড়ে আজও বড় কালীতলায় পুজিতা হন বড় কালী। আজ থেকে চারশ বছর আগে জৈন ধর্মাবলম্বীদের দ্বারা বাঁকুড়ায় প্রতিষ্ঠিত হন দেবী চামুণ্ডা।

Updated By: Nov 10, 2015, 09:16 PM IST
ডাকাতদের আরাধ্য 'ডাকাতকালী'

ওয়েব ডেস্ক: বিপ্লবীদের স্মৃতি আঁকড়ে আজও বড় কালীতলায় পুজিতা হন বড় কালী। আজ থেকে চারশ বছর আগে জৈন ধর্মাবলম্বীদের দ্বারা বাঁকুড়ায় প্রতিষ্ঠিত হন দেবী চামুণ্ডা।
পরবর্তীকালে ব্রাক্ষন্য ধর্মের প্রভাবে দেবী চামুণ্ডা ধীরে ধীরে কালীতে পরিণত হন। এই কালী মূর্তি আকারে বড় হওয়ায় নাম হয় বড়কালী।

এককালের রঘু ডাকাত, দিগম্বর সর্দার, মোহন শবররের মত কুখ্যাত ডাকাতদের আনাগোনা ছিল এই বড় কালী মন্দিরে। পরাধীন ভারতের বহু স্বনামধন্য বিপ্লবী এই কালী মূর্তির সামনে খড়গ হাতে দেশ মায়ের শৃঙ্খল মোচনের শপথ নিয়েছিলেন। বিপ্লবীদের স্মৃতি বিজড়িত সেই প্রাচীন কালীমন্দির আজও রয়ে গেছে বাঁকুড়ার বড় কালীতলা এলাকায়। আজও প্রতি কালীপুজোয় শয়ে শয়ে মানুষ ছুটে যান দেবী দর্শনে।

.