খাগড়াগড়কাণ্ডের জের: বর্ধমান জংশনের প্রতি প্ল্যাটফর্মে সিসিটিভি ক্যামেরা
খাগড়াগড়কাণ্ডের জেরে এবার নড়েচড়ে বসল রেল প্রশাসন। যাত্রী সুরক্ষার স্বার্থে বর্ধমান জংশনের প্রতিটি প্ল্যাটফর্মে বসছে সিসিটিভি ক্যামেরা।
Updated By: Dec 4, 2014, 09:37 AM IST
বর্ধমান: খাগড়াগড়কাণ্ডের জেরে এবার নড়েচড়ে বসল রেল প্রশাসন। যাত্রী সুরক্ষার স্বার্থে বর্ধমান জংশনের প্রতিটি প্ল্যাটফর্মে বসছে সিসিটিভি ক্যামেরা।
স্টেশনের গেটে বসানো হবে মেটাল ডিটেক্টর। থাকবে যাত্রীদের ব্যাগ পরীক্ষার জন্য স্ক্যানার। খাগড়াগড় বিস্ফোরণের পর যেসমস্ত জঙ্গি ডেরাগুলির সন্ধান মিলেছে সেগুলির সবকটি বর্ধমান জংশনের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই। জঙ্গিরা রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই জংশন স্টেশনকে করিডর হিসাবে ব্যবহার করছে এমনটাই মনে ক রেল কর্তৃপক্ষের।