নোটের হাওয়ায় ভোট, উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে ৩ কেন্দ্রে
নোটের হাওয়ায় ভোট। তিনটি কেন্দ্রে চলছে উপনির্বাচনের ভোটগ্রহণ। কোচবিহার ও তমলুক লোকসভা কেন্দ্রে ভোট চলছে। এর পাশাপাশি নির্বাচন-যুদ্ধ, বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রেও। বিধায়ক সজল পাঁজার মৃত্যু হওয়ায়, ভোট হচ্ছে এই বিধানসভা আসনে।
ওয়েব ডেস্ক : নোটের হাওয়ায় ভোট। তিনটি কেন্দ্রে চলছে উপনির্বাচনের ভোটগ্রহণ। কোচবিহার ও তমলুক লোকসভা কেন্দ্রে ভোট চলছে। এর পাশাপাশি নির্বাচন-যুদ্ধ, বর্ধমানের মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রেও। বিধায়ক সজল পাঁজার মৃত্যু হওয়ায়, ভোট হচ্ছে এই বিধানসভা আসনে।
লড়াই মূলত, তৃণমূল বনাম সিপিএম। শাসক পক্ষের টার্গেট, মার্জিন বাড়ানো। সিপিএম ঘুরে দাঁড়াতে মরিয়া। তৃণমূল সাংসদ রেণুকা সিংহের মৃত্যু হওয়ায় উপনির্বাচন হচ্ছে, কোচবিহার লোকসভা কেন্দ্রে। ভোট যুদ্ধে মূল ইস্যু হয়ে উঠেছে নোট। লড়াইটা এখন সরাসরি তৃণমূল-বিজেপির। অন্যদিকে তমলুক লোকসভা কেন্দ্রে, ভাইকে সামনে রেখে প্রেস্টিজ ফাইট শুভেন্দু অধিকারীর। সাংসদ পদ ছেড়ে তিনি রাজ্য মন্ত্রিসভায় যোগ দেওয়ায় ভোট হচ্ছে এই আসনে। শাসক দলকে বেগ দিতে, চেষ্টায় খামতি নেই সিপিএম-বিজেপির। লড়াইয়ে রয়েছে কংগ্রেসও।