দীর্ঘ ৮ বছর পর আজ সিঙ্গুরে বুদ্ধদেব ভট্টাচার্য

সিঙ্গুর। রাজ্যে বামেদের জমি হারানোর পিছনে যাকে মূল কারণ হিসেবে দেখেন অনেকেই। সেখান থেকেই এবার জমি শক্ত করার লড়াইয়ে নামল বামেরা। নেতৃত্বে বুদ্ধদেব ভট্টাচার্য।

Updated By: Jan 16, 2016, 10:31 AM IST
দীর্ঘ ৮ বছর পর আজ সিঙ্গুরে বুদ্ধদেব ভট্টাচার্য

ওয়েব ডেস্ক: সিঙ্গুর। রাজ্যে বামেদের জমি হারানোর পিছনে যাকে মূল কারণ হিসেবে দেখেন অনেকেই। সেখান থেকেই এবার জমি শক্ত করার লড়াইয়ে নামল বামেরা। নেতৃত্বে বুদ্ধদেব ভট্টাচার্য। টাটারা সিঙ্গুর ছেড়ে যাওয়ার সাত বছর পরও, রাজ্য রাজনীতিতে আজও সমান প্রাসঙ্গিক সিঙ্গুর। শিল্পায়নের ডাক দিয়ে সেখানেই দ্বিতীয় দফার জাঠা শুরু করছে বামেরা। সিঙ্গুর থেকে শালবনি পদযাত্রার আনুষ্ঠানিক করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রায় আট বছর আগে শেষবার সিঙ্গুর যান তিনি। আসন্ন বিধানসভা ভোটের আগে শিল্পায়ন ইস্যুতে ঝাঁপিয়ে পড়তে চাইছে বামেরা। স্লোগান উঠছে, শিল্প চাই-কাজ চাই। সংগঠনকে চাঙ্গা করাই লক্ষ্য এই পদযাত্রার।

.