রবিবারের সভায় বুদ্ধদেব--টেট কেলেঙ্কারিতে চ্যালেঞ্জ, নন্দীগ্রাম কাণ্ডে কটাক্ষ
নন্দীগ্রামে সিবিআই চার্জশিট নিয়ে-- শাসক দলকে বিঁধলেন-- তৃণমূল আর মাওবাদীদের জন্যই নন্দীগ্রামে নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। ফের এই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন, সিবিআই চার্জশিটের পরই এখন সব স্পষ্ট হয়ে যাচ্ছে।
রবিবার পশ্চিম মেদিনীপুরে জনসভা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কলেজ ময়দানে বুদ্ধদেব ভট্টাচার্যর সভায় জনসমাগম চোখে পড়ার মতই হয়েছিল। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বুদ্ধদেব ভট্টাচার্য।
নন্দীগ্রাম কাণ্ডে সিবিআইয়ের চার্জশিট থেকে টেট কেলেঙ্কারি, সারদা কাণ্ড থেকে রাজ্যের বর্তমনা অবস্থা সবেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একহাত নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
এক নজরে দেখে নেওয়া আজ কোন কোন ইস্যুতে কি কি বললেন বুদ্ধদেব ভট্টাচার্য--
নন্দীগ্রামে সিবিআই চার্জশিট নিয়ে-- শাসক দলকে বিঁধলেন-- তৃণমূল আর মাওবাদীদের জন্যই নন্দীগ্রামে নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। ফের এই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন, সিবিআই চার্জশিটের পরই এখন সব স্পষ্ট হয়ে যাচ্ছে।
সারদা কেলেঙ্কারি-- সারদার টাকা আমানতকারীদের ফেরত দিতে কিছুই করছে না বর্তমান সরকার। আজ এমনই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সারদা কেলেঙ্কারির পর ওই সংস্থার টাকা কোথায় গেল, তা নিয়ে আবারও প্রশ্ন তুললেন তিনি।
টেট কেলেঙ্কারি-- টেট কেলেঙ্কারির পর চুপ করে বসে থাকবেন না রাজ্যের মানুষ। আজ মেদিনীপুরের সমাবেশে এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।