প্রকাশ্য সমাবেশে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ বুদ্ধদেবের

টাকা দিয়ে পছন্দের লোকজনের মাধ্যমে কুত্সামূলক খবর পরিবেশন করছে সংবাদমাধ্যমের একাংশ। গতকালই তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। সেই হুঁশিয়ারির জবাব দেওয়ার জন্য রবিবার ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলনের মঞ্চকে বেছে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

Updated By: Aug 26, 2012, 07:44 PM IST

টাকা দিয়ে পছন্দের লোকজনের মাধ্যমে কুত্সামূলক খবর পরিবেশন করছে সংবাদমাধ্যমের একাংশ। গতকালই তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। সেই হুঁশিয়ারির জবাব দেওয়ার জন্য রবিবার ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলনের মঞ্চকে বেছে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাঁকুড়ায় সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সমাবেশে বুদ্ধদেব অভিযোগ করেন, বিচারপতি, সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী হুমকি দেওয়াতেই সমাজবিরোধীদের দৌরাত্ম্য বাড়ছে। বাড়ছে মহিলাদের ওপর আক্রমণের ঘটনাও।
বাঁকুড়ায় রবিবার থেকেই থেকে শুরু হয়েছে ডিওয়াইএফআইয়ের ১৬ তম রাজ্য সম্মেলন। তার আগে তামলিবাঁধ ময়দানে প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে শুধু মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবারের বক্তব্যের জবাব দেওয়াই নয়। এদিন প্রভূত বিষয় নিয়ে রাজ্য ও কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছেন তিনি। গত দেড় বছরে রাজ্যে কোনও নতুন কলকারখানা হয়নি বলে এদিন অভিযোগ করেন বুদ্ধদেব। তাঁর দাবি, যেসব কলকারখানা হয়েছে তা সবই বামফ্রন্টের আমলে।  কর্ম সংস্থান নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে বর্তমান সরকার। রোজ কাগজ খুললে দেখবেন একটা করে উদ্বোধন হয়েছে, চাকরি হয়েছে। সেইসঙ্গেই রাজ্যে প্রতিনিয়ত মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। মাথাচাড়া দিচ্ছে সমাজবিরোধীরা বলেও সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য।
সমাজবিরোধীদের নিয়ন্ত্রণ করতে সরকার পুরোপুরি ব্যর্থ বলেও অভিযোগ করেছেন তিনি। কৃষকরা চাষ করতে পারছেন না। রাজ্যজুড়ে লাফিয়ে বাড়ছে সারের দাম। ধান উত্পাদনে রাজ্য পিছিয়ে পড়েছে। বুদ্ধদেব এদিন বলেন ক্ষমতায় এসে রাজ্য সরকার যা খুশি তাই করছে। রাজ্যজুড়ে তৈরি হয়েছে অরাজক পরিস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বিচারপতিদের ধমকাচ্ছেন, কখনও আবার সাংবাদিকদের ধমকাচ্ছেন। অথচ রাজ্য সরকার সমাজবিরোধীদের সামলাতে পারছে না। নতুন সরকার আসার পর থেকে লাগাতার আক্রান্ত হচ্ছেন বাম কর্মী সমর্থকেরা। এখন আক্রমণের শিকার হচ্ছে কংগ্রেসও। সন্ত্রাস করে, ভয় দেখিয়ে বামেদের দমানো যাবে না।

রাজ্যের পাশাপাশি এদিন কেন্দ্রের বিরুদ্ধেও সমালোচনায় ফেটে পড়েন বুদ্ধদেব। স্বাধীনতার ৬৬ বছর পূর্ণ হয়েছে। কিন্তু সাধারণ মানুষের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কেন্দ্র গরীবদের দিকে তাকায় না। তাঁর বক্তব্য, দিল্লির সরকার শুধু ধনীদের কথাই ভাবে। কালো টাকা বিদেশে যাচ্ছে। অথচ দেশের মধ্যেই তৈরি হয়েছে দুটো ভারত। ধনীদের ভারত ও দরিদ্রের ভারত। এদিন চিনের সঙ্গেও দেশের তুলনা টানেন তিনি। তাঁর মতে চিন গরীব মানুষ তুলেছে। তাই চিন এগিয়েছে। চিন যা পেরেছে, ভারত তা পারেনি।
সম্মেলনে যোগ দিতে অন্য জেলা থেকেও প্রচুর মানুষ এসে পৌঁছেছেন। সন্ধেয় রবীন্দ্রভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিরূপম সেন। বিভিন্ন জেলা থেকে প্রায় ৬০০ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলন চলবে ২৯ অগাস্ট পর্যন্ত।

.