ভিড়ে ঠাসা সভায় মোদীকে দাঙ্গাবাজ, শাসকদলকে সারদা নিয়ে কটাক্ষ বুদ্ধদেব ভট্টাচার্যর
ফের নরেন্দ্র মোদীকে দাঙ্গাবাজ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মোদী ক্ষমতায় এলে দেশে মন্দির মসজিদ নিয়ে অস্থিরতা তৈরি হবে বলেও মন্তব্য করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তমলুকে বামপ্রার্থীদের সমর্থনে এদিন জনসভা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সারদাকাণ্ড নিয়েও শাসকদলকে কটাক্ষ করেন তিনি।
ফের নরেন্দ্র মোদীকে দাঙ্গাবাজ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মোদী ক্ষমতায় এলে দেশে মন্দির মসজিদ নিয়ে অস্থিরতা তৈরি হবে বলেও মন্তব্য করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তমলুকে বামপ্রার্থীদের সমর্থনে এদিন জনসভা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সারদাকাণ্ড নিয়েও শাসকদলকে কটাক্ষ করেন তিনি।
২০১১ সালে রাজ্যে পালা বদলের পর থেকে নন্দীগ্রামে ঘরে ফিরতে পারেননি প্রায় ৬০জন বামকর্মী সমর্থক। দীর্ঘদিন বন্ধ থাকার পর ভোটের আগে কয়েকটি দলীয় কার্যালয় খুলেছে বামেদের। এই পরিস্থিতিতে রবিবার নিমতৌড়ির মাঠে তমলুক ও কাঁথির বামপ্রার্থীদের সমর্থনে জনসভা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মত। মোদীকে এদিনের সভায় আরও একবার দাঙ্গাবাজ বলে কটাক্ষ করেন বুদ্ধদেব ভট্টাচার্য।
সারদাকাণ্ড নিয়ে ফের রাজ্যের শাসকদলের কড়া সমালোচনা শোনা গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলায়। সম্প্রতি সারদাকাণ্ড নিয়ে পুরনো মামলায় সিপিআইএম নেতা গৌতম দেব ও সুজন চক্রবর্তীকে নোটিস পাঠিয়েছে পুলিস। এদিনের সভায় দুই নেতার পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।