রাজ্যে সমাজবিরোধীদের সরকার চলছে বলে কটাক্ষ বুদ্ধদেবের

রাজ্যে শিল্পায়ন না হওয়ার জন্য সরকারের ভ্রান্ত জমি নীতিকেই দায়ী করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সরকার জমি না নিলে আগামীদিনে নতুন করে শিল্প আসার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি। ডুমুরজলায় সিটুর প্রকাশ্য সমাবেশে এই অভিযোগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমাজবিরোধীদের সরকার বলেও অ্যাখা দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

Updated By: Nov 11, 2012, 06:34 PM IST

রাজ্যে শিল্পায়ন না হওয়ার জন্য সরকারের ভ্রান্ত জমি নীতিকেই দায়ী করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সরকার জমি না নিলে আগামীদিনে নতুন করে শিল্প আসার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি। ডুমুরজলায় সিটুর প্রকাশ্য সমাবেশে এই অভিযোগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমাজবিরোধীদের সরকার বলেও অ্যাখা দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুললেই জুটছে শাস্তি। লালগড়ে কৃষক থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেউই ছাড় পাননি রাজরোষ থেকে। ডুমুরজলায় সিটুর প্রকাশ্য সমাবেশে এভাবেই সরকারকেন কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শিল্প থেকে আইনশৃঙ্খলা, স্বাস্থ্য থেকে শিক্ষা সমস্ত ক্ষেত্রেই নতুন সরকারের আমলে পরিস্থিতি খারাপ হয়েছে বলে দাবি করেন বুদ্ধদেব ভট্টাচার্য।

.