বর্বর বিএসএফ
গরু পাচারের অভিযোগে এক ব্যক্তিকে অমানবিক ভাবে মারধরের অভিযোগ উঠল বিএসএফ-এর বিরুদ্ধে। তিন দিন আগে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরে। সেখানে কাহারপাড়া সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে গরু পাচার করার অভিযোগে নির্দয় ভাবে মারধর করে বিএসএফ জওয়ানরা।
Updated By: Jan 18, 2012, 08:15 PM IST
গরু পাচারের অভিযোগে এক ব্যক্তিকে অমানবিক ভাবে মারধরের অভিযোগ উঠল বিএসএফ-এর বিরুদ্ধে। তিন দিন আগে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রানিনগরে। সেখানে কাহারপাড়া সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে গরু পাচার করার অভিযোগে নির্দয় ভাবে মারধর করে বিএসএফ জওয়ানরা। সেই নৃশংস ঘটনার ছবি মোবাইলে তুলে রাখেন বিএসএফের এক জওয়ান । পরে একটি কম্পিউটারের দোকান থেকে মোবাইলের ক্যামেরায় তোলা সেই ছবি ফাঁস হয়। ঘটনায় জড়িত থাকায় আট জওয়ানকে সাসপেন্ড করেছে বিএসএফ। এদের মধ্যে সাত জন কনসটেবল, এক জন সিনিয়র হাবিলদার।