বোমাতঙ্ক ছড়াল ধৌলি এক্সপ্রেসে

সাত সকালে বোমাতঙ্ক ছড়াল ধৌলি এক্সপ্রেসে। তার জন্য যাত্রার শুরুতেই হয়রানি পোহাতে হল যাত্রীদের। শুক্রবার সকালে হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হয় ধৌলি এক্সপ্রেস।

Updated By: Mar 23, 2012, 12:05 PM IST

সাত সকালে বোমাতঙ্ক ছড়াল ধৌলি এক্সপ্রেসে। তার জন্য যাত্রার শুরুতেই হয়রানি পোহাতে হল যাত্রীদের। শুক্রবার সকালে হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হয় ধৌলি এক্সপ্রেস।
পশ্চিম মেদিনীপুরের হিজলির কাছে অজ্ঞাত পরিচয় এক যুবক একটি লেভেল ক্রসিংয়ের গেটম্যানকে জানান, পুরীগামী ধৌলি এক্সপ্রেসে বোমা রাখা আছে। খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল ৮টা ৪০ মিনিটে ধৌলি এক্সপ্রেসকে বেলদা স্টেশনে দাঁড় করানো হয়। খড়গপুর স্টেশন থেকে বিশেষ বাহিনীকে বেলদা পাঠানো হয়। যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে তল্লাসি চালায় বম্ব স্কোয়াড। পুলিস কুকুরও কাজে লাগানো হয়। কিন্তু তল্লাসিতে কিছু মেলেনি।
বেলা ১১টা ৫ মিনিটে ধৌলি এক্সপ্রেসকে বেলদা থেকে পুরীর উদ্দেশ্যে রওনা করানো হয়। পুলিসের অনুমান, আতঙ্ক তৈরি করতেই বোমার গুজব ছড়ানো হয়েছে। অজ্ঞাত পরিচয় যুবকের বাইকের নম্বর পুলিসকে জানিয়েছেন গেটম্যান। তার ভিত্তিতে যুবকের সন্ধানে তল্লাসি চালাচ্ছে পুলিস।

.