বোলপুরে পুলিসি জুলুমের অভিযোগ

পুলিসি জুলুমের অভিযোগে সরব হলেন বোলপুরের বাসিন্দারা। তোলা দিতে রাজি না-হওয়ায় এক রেল পুলিসের বেধড়ক মারে মৃত্যু হয়েছিল রেলের হকার স্বপন দাসের। ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Jun 9, 2012, 03:41 PM IST

পুলিসি জুলুমের অভিযোগে সরব হলেন বোলপুরের বাসিন্দারা। তোলা দিতে রাজি না-হওয়ায় এক রেল পুলিসের বেধড়ক মারে মৃত্যু হয়েছিল রেলের হকার স্বপন দাসের। ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভুয়ো অভিযোগেই নিরীহ গ্রামবাসীদের গ্রেফতার করা হয়েছে। স্বপন দাসের মৃত্যুর ঘটনায় দোষী রেল পুলিসের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসীরা।
তোলা দিতে রাজি না-হওয়ায় বোলপুরে বেঘোরে প্রাণ দিতে হয়েছিল রেলের হকার স্বপন দাসকে। ওই ঘটনায় কাঠগড়ায় উঠেছিল রেলপুলিসের নাম। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। ঘটনায় ৯ জনকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করেছে পুলিস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভুয়ো অভিযোগেই  নিরপরাধ গ্রামবাসীদের ঘটনায় জড়ানো হয়েছে। ওদিকে গ্রামবাসীদের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনেছে রেল পুলিস।
 
বোলপুর পুলিসের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পুলিসি জুলুমের অভিযোগেও সরব হয়েছেন অনেকে। রেলের হকার স্বপন দাসের মৃত্যুর ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। 

.