শিল্প চাই, টাউনশিপ নয়; জমি ফেরতের দাবিতে বিক্ষোভ বোলপুরে
জমি ফেরতের দাবিতে এবার আন্দোলন বোলপুরে। চাষিদের দাবি, শিল্পের জন্য তাঁরা জমি দিতে রাজি। টাউনশিপের জন্য নয়। কারণ শিল্প হলে কর্মসংস্থান হবে। টাউনশিপ হলে মিলবে না কিছুই।
Updated By: Sep 21, 2016, 07:22 PM IST
ওয়েব ডেস্ক : জমি ফেরতের দাবিতে এবার আন্দোলন বোলপুরে। চাষিদের দাবি, শিল্পের জন্য তাঁরা জমি দিতে রাজি। টাউনশিপের জন্য নয়। কারণ শিল্প হলে কর্মসংস্থান হবে। টাউনশিপ হলে মিলবে না কিছুই।
শিল্পের জন্য বোলপুরের শিবপুর মৌজায় তিনশো একর জমি অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার। কিন্তু শিল্প না হওয়ায় অধিগৃহীত জমিতে IT হাব তৈরির সিদ্ধান্ত নেয় সরকার। সেটাও না হওয়ায় অবশেষে টাউনশিপ তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন শিবপুর মৌজার জমিদাতারা। অবিলম্বে জমি ফেরতের দাবি আজ বিক্ষোভ দেখান তাঁরা।
Tags: