'অপরাধ' বিজেপিতে যোগদান, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে মৃত্যু, হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি করায় দিতে হবে দশ হাজার টাকা জরিমানা। না দিতে পারলে পিটিয়ে মেরে ফেলা হবে। চন্দননগরের দশ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী পঞ্চানন পাণ্ডেকে এমনই হুমকি দেওয়া হয়েছে। কাঠগড়ায়  তৃণমূল। পুলিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে বিজেপি।  তৃণমূল অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।বিজেপি করেন। এটাই নাকি অপরাধ চন্দননগরের দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঞ্চানন পাণ্ডের। অভিযোগ, গত পুরসভা ভোটে বিজেপির এই প্রার্থীর কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা চেয়েছেন তৃণমূলের কর্মীরা। এমনকি না দিতে পারলে পিটিয়ে মেরে ফালার হুমকিও নাকি দেওয়া হয়েছে।

Updated By: Jul 24, 2015, 09:23 PM IST
'অপরাধ' বিজেপিতে যোগদান, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে মৃত্যু, হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ব্যুরো: বিজেপি করায় দিতে হবে দশ হাজার টাকা জরিমানা। না দিতে পারলে পিটিয়ে মেরে ফেলা হবে। চন্দননগরের দশ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী পঞ্চানন পাণ্ডেকে এমনই হুমকি দেওয়া হয়েছে। কাঠগড়ায়  তৃণমূল। পুলিসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছে বিজেপি।  তৃণমূল অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।বিজেপি করেন। এটাই নাকি অপরাধ চন্দননগরের দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঞ্চানন পাণ্ডের। অভিযোগ, গত পুরসভা ভোটে বিজেপির এই প্রার্থীর কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা চেয়েছেন তৃণমূলের কর্মীরা। এমনকি না দিতে পারলে পিটিয়ে মেরে ফালার হুমকিও নাকি দেওয়া হয়েছে।

তৃণমূল অবশ্য এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে।

ঘটনার পর থেকে  আতঙ্কে পঞ্চানন পাণ্ডের পরিবার।

স্থানীয় বিজেপি নেতারা চন্দননগর থানায় অভিযোগ জানাতে যান। অভিযোগ, তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

.