রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিবেকানন্দের জন্মদিবস, বেলুড়মঠে জনপ্লাবন
আজ স্বামী বিবেকানন্দের ১৫৩ তম জন্মদিবস। ভোর রাত থেকেই বেলুড় মঠে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয়ে গিয়েছে স্বামীজির জন্মদিবস উদযাপন। সকাল সাতটা থেকে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দুপুরে ভোগ বিতরণ। সকাল থেকেই বেলুড় মঠে হাজির হয়েছেন দুর দুরান্তের মানুষ।
ওয়েব ডেস্ক: আজ স্বামী বিবেকানন্দের ১৫৩ তম জন্মদিবস। ভোর রাত থেকেই বেলুড় মঠে মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয়ে গিয়েছে স্বামীজির জন্মদিবস উদযাপন। সকাল সাতটা থেকে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দুপুরে ভোগ বিতরণ। সকাল থেকেই বেলুড় মঠে হাজির হয়েছেন দুর দুরান্তের মানুষ।
বিবেকানন্দের জন্মদিনে গোটা দেশ ব্যাপী যুব দিবস হিসেবে পালন করা হয়। আজ স্বামীজি স্মরণে গোটা দেশ। যুব দিবস উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গোটা দেশের সঙ্গে রাজ্যজুড়ে পালিত হচ্ছে যুব দিবস।
বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আজ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিও।