বীরভূমে আদিবাসী কিশোরী গণধর্ষণ ঘটনায় ধৃত দুই নাবালক, ফেরার গ্রামের মোড়ল সহ আরও এক
বীরভূমে আদিবাসী কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গতকাল দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। আজ ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে আগামি ১৩ জুন অবধি বহরমপুর জুভেনাইলে রাখার নির্দেশ দেন বিচারক। এদিকে মেডিক্যাল পরীক্ষার পর নিগ্রীহিতা কিশোরীকে সিউড়ির একটি হোমে রাখা হয়েছে। তবে এখনও খোঁজ মেলেনি ওই ঘটনায় অন্য আরএক অভিযুক্ত দিলীপ মারান্ডি ও গ্রামের মোড়ল গম্বু মুর্মুর।
বীরভূমে আদিবাসী কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গতকাল দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। আজ ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে আগামি ১৩ জুন অবধি বহরমপুর জুভেনাইলে রাখার নির্দেশ দেন বিচারক। এদিকে মেডিক্যাল পরীক্ষার পর নিগ্রীহিতা কিশোরীকে সিউড়ির একটি হোমে রাখা হয়েছে। তবে এখনও খোঁজ মেলেনি ওই ঘটনায় অন্য আরএক অভিযুক্ত দিলীপ মারান্ডি ও গ্রামের মোড়ল গম্বু মুর্মুর।
বীরভূমের মহম্মদ বাজারের চম্বুরায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বৃহস্পতিবার ধর্ষণ করে গ্রামেরই কয়েকজন যুবক। গ্রামের মোড়লদের ঘটনাটি জানায় নির্যাতিতার পরিবার। গণধর্ষণ ঢাকতে বসে সালিসি সভা।অভিযুক্ত তিন যুবককে চিহ্নিতও করা হয়। কিন্তু,নির্যাতিতার বাবা পুলিসে অভিযোগ জানানোর কথা বলতেই বেঁকে বসেন গ্রামের মোড়লরা। পুলিসের কাছে অভিযোগ না জানানোর ফরমান দেয় তারা। অভিযোগ জানালে বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। যদিও, রবিবার সেই ফরমান উপেক্ষা করে পুলিসে কাছে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার।