বাড়ির লোক আর ওদের ফেরত নিয়ে যায়নি, তাই ভাইফোঁটা হল হাসপাতালেই
বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে বারাসত হাসপাতালে ভর্তি হয়েছিল। তারপর থেকে বাড়ির লোক আর ওদের ফেরত নিয়ে যায়নি। সেই থেকে হাসপাতালই ওদের ঠিকানা। ডাক্তার এবং নার্স-আয়ারাই ওদের পরিবার। ভাইফোঁটার এই বিশেষ দিনে আজ আত্মীয়-পরিজন উপেক্ষিত সাত বোনের ফোঁটা নিলেন হাসপাতালের ডাক্তার এবং চিকিত্সা কর্মীরা। এই অভিনব ফোঁটার আয়োজন করেছিলেন খোদ সুপারই।
ওয়েব ডেস্ক: বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে বারাসত হাসপাতালে ভর্তি হয়েছিল। তারপর থেকে বাড়ির লোক আর ওদের ফেরত নিয়ে যায়নি। সেই থেকে হাসপাতালই ওদের ঠিকানা। ডাক্তার এবং নার্স-আয়ারাই ওদের পরিবার। ভাইফোঁটার এই বিশেষ দিনে আজ আত্মীয়-পরিজন উপেক্ষিত সাত বোনের ফোঁটা নিলেন হাসপাতালের ডাক্তার এবং চিকিত্সা কর্মীরা। এই অভিনব ফোঁটার আয়োজন করেছিলেন খোদ সুপারই।
আরও পড়ুন এই ১০ বোন যদি ওই ১০ জনকে ভাইফোঁটা দিতেন তাহলে পৃথিবীতে মুষলধারায় শান্তি আসতো!
অন্যদিকে বনগাঁর পেট্রাপোলে ভবঘুরে আবাসনে প্রায় ৭০জনকে ভাইফোঁটা দিলেন নবনির্মিত পেট্রাপোল থানার পুলিস কর্মীরা। সকালে ভাইফোঁটা নেওয়ার পর দুপুরে সকলের জন্য খাওয়ার আয়োজন করেন পুলিস দাদারা।
আরও পড়ুন ভাইফোঁটায় মিতা মণ্ডলের গড়িয়ার বাড়িতে খাঁ খাঁ শূন্যতা