বাংলার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টায় লন্ডন, বার্লিন, সিঙ্গাপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশ নিচ্ছে রাজ্য

২০১১ সালে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে কলকাতাকে লন্ডন এবং দার্জিলিংকে সুইজ্যারল্যান্ড বানানোর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর শিল্পের পাশাপাশি পর্যটনেও সমান গুরুত্ব দিয়ে এসেছেন তিনি। বিশ্বের দরবারে বাংলার পর্যটনকে তুলে ধরতে এবার লন্ডন, বার্লিন এবং সিঙ্গাপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশ নিচ্ছে রাজ্য।

Updated By: Oct 21, 2013, 09:09 PM IST

২০১১ সালে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রতিশ্রুতিতে কলকাতাকে লন্ডন এবং দার্জিলিংকে সুইজ্যারল্যান্ড বানানোর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর শিল্পের পাশাপাশি পর্যটনেও সমান গুরুত্ব দিয়ে এসেছেন তিনি। বিশ্বের দরবারে বাংলার পর্যটনকে তুলে ধরতে এবার লন্ডন, বার্লিন এবং সিঙ্গাপুরে আন্তর্জাতিক পর্যটন মেলায় অংশ নিচ্ছে রাজ্য।
এই প্রথম এধরনের আন্তর্জাতিক মেলায় অংশ নিচ্ছে তারা। এর আগে ইনক্রেডিবেল ইন্ডিয়ার স্টলে অন্যান্য রাজ্যের সাথে একসঙ্গে অংশ নিয়েছে রাজ্য। কিন্তু এবার সম্পূর্ণ পৃথক ভাবে একাধিক প্যাকেজ সহ মেলায় অংশ নিয়ে বিদেশি পর্যটকদের আকর্ষণ করার চেষ্টা করবে রাজ্য সরকার।
গত আড়াই বছরে রাজ্যের পর্যটনের প্রসারে বিশেষ সাড়া না মেলায় একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সরিয়ে দিয়েছেন প্রাক্তন পর্যটন মন্ত্রী রচপাল সিংকে। তাঁর জায়গায় দায়িত্ব দিয়েছেন কংগ্রেস ছেড়ে তৃণমূলের আসা কৃষ্ণেন্দু চৌধুরীকে। পর্যটন সচিবের কাজেও সন্তুষ্ট না হওয়ায় অবসরের মাত্র একমাস আগে সরিয়ে দিয়েছেন প্রাক্তন পর্যটন সচিবকে। তাঁর জায়গায় দায়িত্বে এনেছেন অজিত রঞ্জন বর্ধনকে।
বর্ধন জানিয়েছেন `পর্যটনের ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা গোটা বিশ্বের পর্যটকদের আকর্ষণের চেষ্টা করছি। দার্জিলিংয়ের পাহাড় থেকে দীঘার সমুদ্র সৈকত, সাগর আইল্যান্ডের সৌন্দর্য, সুন্দরবনের হেরিটেজ জোন, ছাড়াও কলকাতার শারদ উত্‍সব, প্যাকেজ আকারে সবটাই তুলে ধরা হবে বিদেশি পর্যটকদের সামনে।`
সিঙ্গাপুরের সানটেক সিটিতে ২৩ থেকে ২৫ অক্টোবর বসছে এই মেলা। তিন দিনের এই মেলায় এশিয়ার বিভিন্ন দেশ অংশ নেবে। ৪ থেকে ৭ নভেম্বর লন্ডনে অংশ নেবে ৪৬ হাজার পর্যটন সংস্থা। অন্যদিকে বার্লিনে আগামী বছরে ৫ থেকে ৯ মার্চ পর্যটন মেলা হবে। সেখানেও অংশ নেবে রাজ্য।

.