প্রোমোটারের কাছ থেকে অভিযোগ পেয়ে বেলুড়ের তৃণমূল কর্মীকে গ্রেফতার করল বেলুড় থানা

ওয়েব ডেস্ক: তোলাবাজি  ঠেকাতে সক্রিয়  পুলিস। প্রোমাটারের কাছ থেকে অভিযোগ পেয়ে  এবার বেলুড়ের এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল বেলুড় থানা।  প্রোমোটারের অভিযোগ, তাঁকে এর আগেও ভয় দেখিয়ে  ছয়  লক্ষ টাকা আদায় করে তিন তৃণমূল কর্মী। বেপাত্তা  দুই তৃণমূল কর্মীর খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস। সিন্ডিকেট রাজ চলছে। এবার সিন্ডিকেট দৌরাত্ম্যের শিকার হাওড়ার বেলুড় বাজারের প্রমোটার খোকন খাঁড়া।তাঁর অভিযোগ, কয়েকদিন আগেই এলাকার তিন তৃণমূল কর্মী তাঁর কাছে আসে। তাদের হুমকি ছিল, টাকা  না দিলে এলাকায় প্রোমোটিং করা যাবে না। হুমকির জেরে নগদ ছয় লক্ষ টাকা তাদের হাতে তুলেও দেন খোকন খাঁড়া। কয়েকদিনের মধ্যেই ফের তাগাদা। এবার দাবি আরও পাঁচ লাখ।

আরও পড়ুন চিকিত্‍সার গাফিলতিতে ভাঙচুর মালদার একটি নার্সিংহোম

তোলাবাজিতে মদত দেওয়ার অভিযোগে নাম জড়িয়েছে ৫৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রাণকৃষ্ণ মজুমদারের। অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর।তিন তৃণমূল কর্মী ছোটু মণ্ডল, অশোক সাউ, টিঙ্কু মুখার্জির নামে বেলুড় থানায় অভিযোগ দায়ের করেন খোকন খাঁড়া। এরপরেই ছোটু মণ্ডলকে গ্রেফতার করে পুলিস।

আরও পড়ুন  তৃণমূল কংগ্রেসে যোগ না দেওয়ায় কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে বেধড়ক পেটানোর অভিযোগ

 

English Title: 
belur ps arrest a tmc cader
News Source: 
Home Title: 

প্রোমোটারের কাছ থেকে অভিযোগ পেয়ে বেলুড়ের তৃণমূল কর্মীকে গ্রেফতার করল বেলুড় থানা

প্রোমোটারের কাছ থেকে অভিযোগ পেয়ে বেলুড়ের তৃণমূল কর্মীকে গ্রেফতার করল বেলুড় থানা
Yes
Is Blog?: 
No
Section: