ডুয়ার্সে উদ্ধার ভল্লুক শাবক

ডুয়ার্সের বান্দাপানি থেকে গতকাল রাতে বনকর্মীরা বিরল প্রজাতির `হিমালয়ান ব্ল্যাক বিয়ার`-এর একটি বাচ্চা উদ্ধার করলেন।

Updated By: Dec 20, 2011, 06:25 PM IST

ডুয়ার্সের বান্দাপানি থেকে গতকাল রাতে বনকর্মীরা বিরল প্রজাতির `হিমালয়ান ব্ল্যাক বিয়ার`-এর একটি বাচ্চা উদ্ধার করলেন। চিকিত্‍‍সার পর ভল্লুক শাবকটিকে নেওড়া ভ্যালির জঙ্গলে ছেড়ে দেওয়ার কথা ভাবনাচিন্তা করছেন বনকর্মীরা। শাবকটি সম্ভবত ভুটান থেকে মায়ের সঙ্গে বান্দাপানিতে চলে এসেছিল বলে তাঁদের ধারণা। দার্জিলিং পাহাড়ের সিঞ্চল, নেওড়া উপত্যকা ও সিঙ্গালিলার জঙ্গলের পাশাপাশি সিকিম এবং ভুটানের অরণ্যে এ জাতীয় ভল্লুকের দেখা মেলে।

.