মাওবাদীদের ডাকা বনধ-এ মিছিল

বনধ এবং পাল্টা চ্যালেঞ্জকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জঙ্গলমহল।

Updated By: Oct 22, 2011, 07:51 PM IST

বনধ এবং পাল্টা চ্যালেঞ্জকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জঙ্গলমহল। শান্তিপ্রক্রিয়ার আড়ালে দুপক্ষ যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তা স্পষ্ট হচ্ছিল। শনিবার মাওবাদীদের বনধকে চ্যালেঞ্জ করে যেভাবে রাস্তায় নেমেছিল জনজাগরণ মঞ্চ, তাতে পরিষ্কার নতুন এক লড়াই দেখতে চলেছে জঙ্গলমহল।
মুখ্যমন্ত্রীর দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরেই মাওবাদীদের ডাকা এই বনধ আসলে ছিল জঙ্গলমহলে নিজেদের অবস্থান স্পষ্ট করার প্রকাশ্য ঘোষণা। স্বাভাবিকভাবেই এই বনধকে ঘিরে যেমন আশঙ্কা ছড়িয়েছে, বেশকিছু এলাকার জনজীবন বিপর্যস্ত হয়েছে, তেমনই বনধ উপেক্ষা করার চিত্রও স্পষ্ট হয়েছে। বরং নয়া সরকারের আমলে ডাকা এই প্রথম বনধকে কার্যত চ্যালেঞ্জ করে পথে নেমেছিল তৃণমূল কংগ্রেসও। শনিবার ঝাড়গ্রামের চন্দ্রি এলাকা থেকে বিশাল এক মিছিল জামদা পর্যন্ত যায়। বাইক বাহিনীর এই মিছিল থেকে দোকান পাট খোলার জন্য লোককে জোর করা হতে থাকে।
মাওবাদীদের এই বনধকে চ্যালেঞ্জ জানিয়ে পিংবনিতে একটি সভার আয়োজন করেছিল তৃণমূল যুব কংগ্রেস। আগামী পয়লা তারিখ বেলপাহাড়িতে এক লক্ষ মানুষের সভা করবেন বলে এই সভা থেকেই ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।  

.