মা, ছেলের দেহ উদ্ধার বালিতে
বালির দাওয়ানগাছিতলায় মা ও ছেলের দেহ উদ্ধার ঘর থেকে। স্বপ্না মিশ্র (৭০) ও তাঁর ছেলে ভাস্কর মিশ্রর(৪০) দেহ উদ্ধার হয় শনিবার সকালে। ভাস্কর শেয়ার বাজারে কাজ করতেন। পরিবারের তরফে জানানো হয়েছে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিল দু`জনেই। সংসারে আর্থিক অনটন ছিল বেশকিছু দিন ধরে।
Updated By: Mar 15, 2014, 12:20 PM IST
বালির দাওয়ানগাছিতলায় মা ও ছেলের দেহ উদ্ধার ঘর থেকে। স্বপ্না মিশ্র (৭০) ও তাঁর ছেলে ভাস্কর মিশ্রর(৪০) দেহ উদ্ধার হয় শনিবার সকালে। ভাস্কর শেয়ার বাজারে কাজ করতেন। পরিবারের তরফে জানানো হয়েছে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিল দু`জনেই। সংসারে আর্থিক অনটন ছিল বেশকিছু দিন ধরে।
পুলিসের অনুমান মাকে মেরে আত্মঘাতী হয়েছে ছেলে। ঘটনাস্থলে বালি থানার পুলিস গিয়েছে। জোড়া দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে এলাকায়। ঘর থেকে প্রচুর ঘুমের ওষুধ উদ্ধার করেছে পুলিস।
Tags: