জাতীয় সড়কই হোক বা পাড়ার গলি, ভগ্নদশায় মৃত্যুফাঁদ রাজ্য জুড়ে

Updated By: Jul 8, 2015, 10:59 PM IST
জাতীয় সড়কই হোক বা পাড়ার গলি, ভগ্নদশায় মৃত্যুফাঁদ রাজ্য জুড়ে

রাস্তা নাকি মৃত্যুফাঁদ? আসল প্রশ্ন এটাই। জাতীয় সড়কই হোক বা পাড়ার অলিগলি, ছবিটা এক জেলায় জেলায়। দুর্ভোগ চরমে। এভাবে আর কতদিন? প্রশ্ন ক্ষুব্ধ নিত্যযাত্রীদের।   

বাঁকুড়ায় ষাট নম্বর জাতীয় সড়কে এভাবেই ঝুলছে শালি নদির সেতু। বেহাল অবস্থা দারকেশ্বর নদের সেতুরও। কালনার চকধোবাড়ি ও চন্দনপোতার মাঝে দু-কিলোমিটার রাস্তার পুরোটাই চলে গেছে জলের তলায়।
বর্ষা সবে শুরু! হুগলি, পশ্চিম মেদিনীপুর, কোচবিহার সর্বত্রই একই ছবি। জলপাইগুড়ির ওদলাবাড়িতে পথ-বিক্ষোভে এদিন আটকে যান জেলার বিভাগীয় কমিশনার নিজে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বারাসত,
দক্ষিণ ২৪ পরগনাতেও একই ছবি।

বছরের পর বছর, এভাবেই চলছে।

.