উন্নয়নে রাজনৈতিক বাধার অভিযোগ বাবুলের, তোপ মলয় ঘটকের বিরুদ্ধে

Updated By: Aug 25, 2015, 05:14 PM IST
উন্নয়নে রাজনৈতিক বাধার অভিযোগ বাবুলের, তোপ মলয় ঘটকের বিরুদ্ধে

উন্নয়নের কাজে এবার রাজনৈতিক বাধার অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সরাসরি তাঁর তোপ রাজ্য সরকার এবং শ্রমমন্ত্রী মলয় ঘটকের বিরুদ্ধেই। আসানসোল ইএসআই হাসপাতালের সম্প্রসারণের ভিত্তি প্রস্তরের অনুষ্ঠানকে কেন্দ্র মলয়-বাবুল বিবাদ চরমে। প্রস্তুতি শেষ পর্যায়ে। তবু অনিশ্চয়তার দোলাচলে আসানসোলের ইএসআই হাসপাতালের সম্প্রসারনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। চড়ছে উত্তেজনার পারদ।  

কেন্দ্র-রাজ্য  উন্নয়ন কাজিয়ায় আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বনাম শ্রমমন্ত্রী মলয় ঘটক। সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুলের দাবি রাজ্যের তরফে হাসপাতালের উন্নয়নে কেন্দ্রের কাছে কুড়ি কোটি টাকার আর্জি জানানো হয়েছিল। উন্নয়নের প্রশ্নে এগিয়ে এসেছে কেন্দ্রের বিজেপি সরকার। কুড়ির জায়গায় বরাদ্দ হয়েছে পঁচিশ কোটি টাকা।  মঙ্গলবারই শিলান্যাস অনুষ্ঠান। বাবুলের অভিযোগ, উন্নয়নের মধ্যে রাজনীতি এনে অনুষ্ঠান বাতিলের চেষ্টা করছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।

পাল্টা তোপ দেগেছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। তাঁর পাল্টা দাবি, এএসআই হাসপাতালের উন্নয়নের টাকা বরাদ্দে কেন্দ্রের কোনও ভূমিকাই নেই। বাবুলই  রাজনীতি করছেন, পাল্টা তোপ শ্রমমন্ত্রীর। ইএসআইয়ের রিজিওন্যাল ডিরেক্টরকে চিঠি দিয়েছেন আসানসোল ইএসআইয়ের সুপার আশিস ব্যানার্জি। তিনিও জানিয়েছেন এ অনুষ্ঠান সম্পর্কে রাজ্যের কাছে কোনও খবর নেই।

মঙ্গলবারের ইএসআই হাসপাতালের সম্প্রসারণ অনুষ্ঠান ঘিরে বাবুল বনাম মলয় চাপানউতোর ঘিরে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে।

 

.