বিধ্বস্ত পাহাড়, আরও ২ জনের দেহ উদ্ধার
ধসে বিপর্যস্ত পাহাড়। নতুন করে ধস নেমেছে কার্শিয়ং ও জোড়থাং-এর মধ্যে। ধসের জেরে ব্যহত উদ্ধার কাজ। অন্যদিকে সকালে মিরিকের সিলিং থেকে আরও দুজনের দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক। সরকারি ভাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২। যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা ৩৮ ছাড়িয়েছে।
এখনও পুরোপুরি বিধ্বস্ত মিরিক। অবরুদ্ধ জাতীয় সড়কের বিভিন্ন জায়গা। সিকিম-শিলিগুড়ি সংযোগকারী রাস্তাও বন্ধ। কালিম্পঙের কালিঝোরায় ধস এখনও সরানো যায়নি। সকাল থেকে শুরু হয়েছে উদ্ধারের কাজ। অন্যদিকে কালিম্পং সাব ডিভিশনের গরুবাথানে প্রায় পঞ্চাশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের স্থানীয় একটি স্কুলে রাখা হয়েছে। সকালে লাভা এবং ঝান্ডী যাওয়ার রাস্তা পরিস্কারের কাজ শুরু হয়েছে। লাভার কাছে একটি হোম স্টেও ভেঙে পড়েছে। মংপং-এর কাছে সেবকের ৩১ নম্বর জাতীয় সড়কের একটি অংশ বসে গেছে। রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে কিন্তু সম্পূর্ণ ঠিক হতে এক সপ্তাহ সময় লাগবে।