প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদে আক্রান্ত যুবক

ওয়েব ডেস্ক: প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ করে আক্রান্ত হলেন যুবক। এঘটনা ঘটেছে মালদার মোথাবাড়ি ফাঁড়ির জিতনগর গ্রামে। আক্রান্ত সমীর মণ্ডলকে গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

গ্রামবাসীরা জানিয়েছেন, স্থানীয় যুবক পবন মণ্ডল কয়েকজন সঙ্গীকে নিয়ে আমবাগানে মদ্যপান করছিল। বাড়ি ফেরার পথে তাদের মদ্যপান করতে দেখেন গ্রামেরই আরেক যুবক সমীর মণ্ডল। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করেন তিনি। এরপরেই মদ্যপরা বোতল দিয়ে সমীরের মাথায় আঘাত করে। মদের বোতল ভেঙে ঢুকিয়ে দেয়ে সমীরের পিঠে। গ্রামবাসীরা সমীরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হামলার পরই উধাও হয় পবন ও তার দলবল। এঘটনায় মোথাবাড়ি ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে।

English Title: 
ATTACK ON YOUTH FOR PROTESTING
News Source: 
Home Title: 

প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদে আক্রান্ত যুবক

প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদে আক্রান্ত যুবক
Yes
Is Blog?: 
No
Section: