মুর্শিদাবাদে কংগ্রেসি সন্ত্রাসের শিকার ২৪ ঘণ্টার চিত্র সাংবাদিক

সন্ত্রাসের প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিল কংগ্রেস। আর সেই মিছিলেই সন্ত্রাসের শিকার হলেন চব্বিশ ঘণ্টার সাংবাদিক। মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় কংগ্রেসের একটি মিছিল চলাকালীন ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন চব্বিশ ঘণ্টার চিত্র সাংবাদিক সাবির শেখ। মাটিতে ফেলে ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় তাঁর। কেড়ে নেওয়া হয় ক্যামেরা। আশঙ্কাজনক অবস্থায় সাবিরকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়।

Updated By: May 4, 2013, 09:05 PM IST

সন্ত্রাসের প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিল কংগ্রেস। আর সেই মিছিলেই সন্ত্রাসের শিকার হলেন চব্বিশ ঘণ্টার সাংবাদিক। মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় কংগ্রেসের একটি মিছিল চলাকালীন ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন চব্বিশ ঘণ্টার চিত্র সাংবাদিক সাবির শেখ। মাটিতে ফেলে ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় তাঁর। কেড়ে নেওয়া হয় ক্যামেরা। আশঙ্কাজনক অবস্থায় সাবিরকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় পুলিসি সন্ত্রাসের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছিল কংগ্রেস। মিছিলের ছবি তুলছিলেন চব্বিশ ঘণ্টার চিত্র সাংবাদিক সাবির শেখ। মিছিল থেকে কয়েকজন কংগ্রেস কর্মী হঠাত্‍ই ঝাঁপিয়ে পড়ে সাবির শেখের ওপর। মাটিতে ফেলে ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় তাঁর। কেড়ে নেওয়া হয় ক্যামেরা। আশঙ্কাজনক অবস্থায় সাবিরকে ভর্তি করা হয় জঙ্গিপুর হাসপাতালে। তাঁর মাথায় ছটা সেলাই  করেছেন চিকিত্‍সকেরা। প্রথমে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেন জেলা কংগ্রেস নেতৃত্ব। তাঁদের অভিযোগ, মিছিলের শেষ দিক থেকে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। পরে ঘটনার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেন জেলা কংগ্রেস নেতারা। এই ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তাকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে জানান কংগ্রেস সাংসদ এবং রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী।
পরে সাবির শেখকে তাঁর ক্যামেরাটি ফেরত দেওয়া হয়। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

.