প্রকাশ্যে তৃণমূল বিধায়কের পারিবারিক কোন্দল, বাড়িতেই গুলিবিদ্ধ অর্জুন সিংয়ের স্ত্রী, অভিযুক্ত বিধায়কের ভাইপো
প্রকাশ্যে তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়ের পারিবারিক কোন্দল। বাড়ির ভিতরেই গুলিবিদ্ধ অর্জুনের স্ত্রী ঊষা। কাঠগড়ায় বিধায়কেরই ভাইপো সৌরভ সিং। এই সৌরভ আবার ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর। গুলি-বোমা-খুন। ভাটপাড়া-জগদ্দলের রোজের ঘটনা। এবার গুলি চলল খোদ ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের অন্দর মহলে।
ব্যুরো: প্রকাশ্যে তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়ের পারিবারিক কোন্দল। বাড়ির ভিতরেই গুলিবিদ্ধ অর্জুনের স্ত্রী ঊষা। কাঠগড়ায় বিধায়কেরই ভাইপো সৌরভ সিং। এই সৌরভ আবার ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর। গুলি-বোমা-খুন। ভাটপাড়া-জগদ্দলের রোজের ঘটনা। এবার গুলি চলল খোদ ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের অন্দর মহলে।
বুধবার সন্ধেয় বাড়ির ভিতরে গুলিবিদ্ধ হলেন অর্জুনের স্ত্রী ঊষা।
কী হয়েছিল সে সন্ধেয়?
বাড়িতে আসেন অর্জুনের ভাইপো সৌরভ সিং। ঊষা এবং সৌরভের বিবাদ চরমে ওঠে। হঠাত্ই গুলির শব্দ। মাটিতে লুটিয়ে পড়েন ঊষা। পালিয়ে যান সৌরভ। বাড়ির লোকেরা আহত ঊষাকে হাসপাতালে নিয়ে যান।
তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেনি সিং পরিবার।
সিঙ্গাপুর থেকে অর্জুন সিং আমাদের জানান, গোটাটাই পারিবারি বিষয়।
শেষ পর্যন্ত দুপুরে সৌরভ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন অর্জুন সিংয়ের ছেলে পবন।
সৌরভ সিংয়ের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। সৌরভ সিং ভাটপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।
আহত উষা সিংয়ের চিকিত্সা চলছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে।
প্রশ্ন উঠছে, প্রথমে কেন ঘটনাটি ধামাচাপা দিচ্ছিল সিং পরিবার? বিপুল সম্পত্তিই কি এই ঘটনার পিছনে দায়ী? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য?