প্যানেল বহির্ভূত নিয়োগ

প্যানেলে নাম নেই, অথচ সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হল চাকরি। নজিরবিহীনভাবে এমনই কাণ্ড ঘটালেন প্রাথমিক শিক্ষাপর্ষদের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি মিনা ঘোষ। অথচ প্যানেলে যাঁদের নাম ছিল, তাঁদের একজনও পেলেন না চাকরি।

Updated By: Feb 7, 2012, 12:37 PM IST

প্যানেলে নাম নেই, অথচ সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হল চাকরি। নজিরবিহীনভাবে এমনই কাণ্ড ঘটালেন প্রাথমিক শিক্ষাপর্ষদের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি মিনা ঘোষ। অথচ প্যানেলে যাঁদের নাম ছিল, তাঁদের একজনও পেলেন না চাকরি।
২৭ জুলাই ২০১১ সালে স্কুল শিক্ষা দফতর থেকে ১৩০৯, মেমো নম্বরে একটি অর্ডার প্রকাশিত হয়। সেখানে উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতিকে স্পষ্টভাবে ১০ জনের নামের একটি প্যানেলকে অনুমোদন দিতে নির্দেশ পাঠানো হয়।  
নিয়োগ সংক্রান্ত সম্মতি জানিয়েই অর্ডার প্রকাশ করা হয়। ৩০৯ নম্বর মেমোর ভিত্তিতে ১৮ জানুয়ারি ২০১২ সালে উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মিনা ঘোষ এক ব্যক্তির নামে নিয়োগপত্র পাঠান। অথচ আশ্চর্যজনকভাবে শিক্ষা দফতর যাঁদের নিয়োগের বিষয়ে অনুমোদন দিয়েছিল তাঁদের মধ্যে নেই এই ব্যক্তির নাম। এ বিষয়ে উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে দেখা করতে চাইলে, তিনি দেখা করেননি। পরে টেলিফোনে তিনি বিষয়টি অস্বীকার করেন। অনুমোদিত তালিকায় যাঁর নাম নেই তাঁর নিয়োগ সম্পূর্ণ বেআইনি বলেই জানিয়েছে শিক্ষা দফতর। 

.