এ বার অনুব্রতর উলটপুরাণ
এ যেন উলটপুরাণ। গতমাসেই নির্দল প্রার্থীদের ওপর হামলার নিদান দিয়েছিলেন তিনি। অথচ পুর নির্বাচনে নির্দল প্রার্থীকে সমর্থনের কথা জানালেন অনুব্রত মণ্ডল। গুসকরা পুরসভার নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি। প্রচারে আগাগোড়াই ছিলেন তিন নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী। তবে উপস্থিত ছিলেন না ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী।
এ যেন উলটপুরাণ। গতমাসেই নির্দল প্রার্থীদের ওপর হামলার নিদান দিয়েছিলেন তিনি। অথচ পুর নির্বাচনে নির্দল প্রার্থীকে সমর্থনের কথা জানালেন অনুব্রত মণ্ডল। গুসকরা পুরসভার নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি। প্রচারে আগাগোড়াই ছিলেন তিন নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী। তবে উপস্থিত ছিলেন না ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী।
পঞ্চায়েতে নির্দল প্রার্থীদের ওপর হামলার নিদান দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। অথচ গুসকরা পুর নির্বাচনের প্রচারে নির্দল প্রার্থীকেই পাশে নিয়ে মিছিলে হাঁটলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি।
পুরসভার তিন নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী লক্ষণ দাস বৈরাগ্যকে সমর্থনের কথা জানালেও নির্বাচনী প্রচারে ছিলেন না ওই ওয়ার্ডেরই তৃণমূল প্রার্থী নিতাই চ্যাটার্জি। যদিও এই প্রসঙ্গে অনুব্রতবাবুর সাফ জবাব, যিনি জিতবেন, তিনিই প্রার্থী তৃণমূলের।
তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা গুসকরা টাউন তৃণমূল সভাপতি নিতাই চ্যাটার্জির অনুপস্থিতি প্রসঙ্গ অবশ্য এড়িয়ে গিয়েছেন অনুব্রত বাবু। শনিবারের প্রচার মিছিলে অনুব্রত মণ্ডল মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছাড়াও অন্যান্যরা ছিলেন ।