কাটল না জমি জট, বিশ বাঁও জলে অন্ডাল বিমান নগরী

প্রশাসনিক বৈঠকেও অন্ডাল বিমান নগরীর জমি-জট কাটল না। গত কয়েকদিন ধরেই অন্ডাল মৌজার ১০৯ একর জমি অধিগ্রহণের বিরোধিতায় আন্দোলন শুরু করেছেন অনিচ্ছুক জমিদাতারা। সমস্যার সমাধানে আজ দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে জমি মালিকদের সঙ্গে বৈঠকে বসে আসানসোল-দুর্গাপুর কমিশারেট,অতিরিক্ত জেলা শাসক ও মহকুমা শাসক।

Updated By: Jan 9, 2014, 08:16 PM IST

প্রশাসনিক বৈঠকেও অন্ডাল বিমান নগরীর জমি-জট কাটল না। গত কয়েকদিন ধরেই অন্ডাল মৌজার ১০৯ একর জমি অধিগ্রহণের বিরোধিতায় আন্দোলন শুরু করেছেন অনিচ্ছুক জমিদাতারা। সমস্যার সমাধানে আজ দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে জমি মালিকদের সঙ্গে বৈঠকে বসে আসানসোল-দুর্গাপুর কমিশারেট,অতিরিক্ত জেলা শাসক ও মহকুমা শাসক।

অনিচ্ছুক জমিদাতাদের সঙ্গে কথা হয় প্রশাসনিক কর্তাদের। জমির বাজারদর নিয়েই প্রসাশানিক কর্তাদের সঙ্গে মতানৈক্য তৈরি হয় অনিচ্ছুক জমিদাতাদের। সঠিক বাজারদর না পেলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অনিচ্ছুক জমি মালিকেরা।

.