এবার হালিশহরে আমরা-ওরার রাজনীতি
বিধায়ক শুভ্রাংশু রায়ের আপত্তিতে পুরসভা আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার আমন্ত্রণ পত্র থেকে বাদ গেল পুরসভার চেয়ারম্যানের নাম। চেয়ারম্যানের অপরাধ তিনি সিপিআইএমের সদস্য। ঘটনা হালিশহরের।
বিধায়ক শুভ্রাংশু রায়ের আপত্তিতে পুরসভা আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার আমন্ত্রণ পত্র থেকে বাদ গেল পুরসভার চেয়ারম্যানের নাম। চেয়ারম্যানের অপরাধ তিনি
সিপিআইএমের সদস্য। ঘটনা হালিশহরের।
হালিশহর সার্কেলের ইন্টার প্রাইমারি স্কুল স্পোর্টস আয়োজনের অনেকটা দায়িত্ব পালন করে পুরসভা। মাঠ তৈরি, পানীয় জল সরবরাহ এমনকি প্রতিযোগিতার জন্য ২৫ হাজার আর্থিক সাহায্যও করে থাকে পুরসভা। সেইমতো আমন্ত্রণ পত্রে স্থানীয় বিধায়ক শুভ্রাংশু রায়ের সঙ্গেই নাম ছিল সিপিআইএম পরিচালিত পুরবোর্ডের চেয়ারম্যান রবীন্দ্রনাথ মুখার্জির। কিন্তু, আমন্ত্রণ পত্রে রবীন্দ্রনাথবাবুর নাম নিয়ে আপত্তি তোলেন বীজপুরের তৃণমূল বিধায়ক মুকুল রায়-পুত্র শুভ্রাংশু রায়। তাঁর দাবিমতো বাতিল করা হয় পুরনো কার্ড। সেজন্য গতকাল বন্ধ রাখতে হয় ক্রীড়া প্রতিযোগিতা। রবীন্দ্রনাথবাবুর নাম বাদ দিয়ে তড়িঘড়ি ছাপানো হয় নতুন কার্ড। তারপর আজ শুরু হয় ক্রীড়াপ্রতিযোগিতা।