তৃণমূল শ্রমিক নেতাকে বেধরক মারধরের অভিযোগ

তৃণমূল শ্রমিক নেতাকে কারখানার মধ্যে ঢুকিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠল কোচবিহারের মাথাভাঙায়। এলাকার একটি প্লাইউড কারখানায় কর্তৃপক্ষের সঙ্গে আজ কথা বলতে যান মাথাভাঙার তৃণমূল শ্রমিক নেতা আলিজার রহমান। সেইসময় তাঁকে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি শ্রমিক নেতা। অভিযোগ, শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের উসকানিতেই মারধর করা হয়েছে। এর আগেই গতকাল হিতেন বর্মণের স্ত্রীর বিরুদ্ধে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেছিলেন আলিজার রহমান। আলিজারের অভিযোগ সেই ঘটনার জেরেই তাঁকে মারধর করা হয়।

Updated By: Jan 24, 2017, 08:47 PM IST

ওয়েব ডেস্ক: তৃণমূল শ্রমিক নেতাকে কারখানার মধ্যে ঢুকিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠল কোচবিহারের মাথাভাঙায়। এলাকার একটি প্লাইউড কারখানায় কর্তৃপক্ষের সঙ্গে আজ কথা বলতে যান মাথাভাঙার তৃণমূল শ্রমিক নেতা আলিজার রহমান। সেইসময় তাঁকে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি শ্রমিক নেতা। অভিযোগ, শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের উসকানিতেই মারধর করা হয়েছে। এর আগেই গতকাল হিতেন বর্মণের স্ত্রীর বিরুদ্ধে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেছিলেন আলিজার রহমান। আলিজারের অভিযোগ সেই ঘটনার জেরেই তাঁকে মারধর করা হয়।

আরও পড়ুন- ধর্ষণে বাধা দেওয়ায় ট্রেন থেকে ফেলে দেওয়া হল তরুণীকে

এদিকে, বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে জখম ৩ পুলিস কর্মী। দুপক্ষের সংঘর্ষে ৩জন তৃণমূল কর্মীও জখম হন।

.