নদিয়ায় কংগ্রেস ভাঙনে ভেসে গেলেন বিধায়কও, কালই হয়ত তৃণমূলে অজয় দে, বনগাঁতেও দল বদলের খেলায় লাভবান শাসক দল
নদিয়ায় কংগ্রেসে ভাঙন অব্যাহত। সম্ভবত কালই তৃণমূলে যোগ দিচ্ছেন অজয় দে। তিনি শান্তিপুরের পাঁচবারের কংগ্রেস বিধায়ক। প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি পদেও দায়িত্ব সামলেছেন। শান্তিপুর পুরসভার আঠেরোজন কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সদস্য এবং একজন জেলাপরিষদ সদস্যকে নিয়ে কাল তৃণমূলে যোগ দেবেন অজয় দে। আজ তাঁকে কংগ্রেস সহ-সভাপতির পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
নদিয়ায় কংগ্রেসে ভাঙন অব্যাহত। সম্ভবত কালই তৃণমূলে যোগ দিচ্ছেন অজয় দে। তিনি শান্তিপুরের পাঁচবারের কংগ্রেস বিধায়ক। প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি পদেও দায়িত্ব সামলেছেন। শান্তিপুর পুরসভার আঠেরোজন কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সদস্য এবং একজন জেলাপরিষদ সদস্যকে নিয়ে কাল তৃণমূলে যোগ দেবেন অজয় দে। আজ তাঁকে কংগ্রেস সহ-সভাপতির পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে নদিয়ার কৃষ্ণনগর পুরসভায় ১৪জন কংগ্রেস কাউন্সিলর দল বদলে তৃণমূলে যোগ দেন । তার জেরে কৃষ্ণনগর পুরসভা কংগ্রেসের হাতছাড়া হয়। অজয় দের হাত ধরে এবার শান্তিপুর পুরসভাও তৃণমূলের দখলে আসতে চলেছে। ভাঙন ধরল বনগাঁ পুরসভাতেও। পাঁচজন কংগ্রেস কাউন্সিলর তৃণমূলের যোগ দেওয়ায় ২২ নম্বর ওয়ার্ডের বনগাঁ পুরসভাতেও একক গরিষ্ঠতা পেল তৃণমূল।