কলেজ নির্বাচন ঘিরে উত্তপ্ত কোচবিহার

কলেজ নির্বাচন ঘিরে উত্তপ্ত কোচবিহার । আজ মনোনয়ন পত্র প্রত্যাহার ঘিরে চাপা উত্তেজনা রয়েছে বিভিন্ন কলেজে । সকালেই দীপঙ্কর দাস নামে এক ছাত্রকে অপহরণের অভিযোগ ওঠে । অপহরণের অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে । নির্বাচন ঘিরে বনমন্ত্রী বিনয় বর্মন বনাম শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষে কয়েকদিন ধরেই উত্তপ্ত  মাথাভাঙা কলেজ । লড়াই শুরু হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বনাম বিধায়ত মিহির গোস্বামীর । তৃণমূলের দলীয় কোন্দলে বারবার সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত পড়ুয়ারা ।

Updated By: Jan 10, 2017, 04:17 PM IST
কলেজ নির্বাচন ঘিরে উত্তপ্ত কোচবিহার

ওয়েব ডেস্ক: কলেজ নির্বাচন ঘিরে উত্তপ্ত কোচবিহার । আজ মনোনয়ন পত্র প্রত্যাহার ঘিরে চাপা উত্তেজনা রয়েছে বিভিন্ন কলেজে । সকালেই দীপঙ্কর দাস নামে এক ছাত্রকে অপহরণের অভিযোগ ওঠে । অপহরণের অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে । নির্বাচন ঘিরে বনমন্ত্রী বিনয় বর্মন বনাম শীতলকুচির বিধায়ক হিতেন বর্মন গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষে কয়েকদিন ধরেই উত্তপ্ত  মাথাভাঙা কলেজ । লড়াই শুরু হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বনাম বিধায়ত মিহির গোস্বামীর । তৃণমূলের দলীয় কোন্দলে বারবার সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত পড়ুয়ারা ।

আরও পড়ুন জানেন বিশ্বের বেশি মানুষ কোন পশুকে পছন্দ এবং কোন পশুকে অপছন্দ করেন?

আরও পড়ুন জানেন সাধুরা গায়ে ছাই মাখেন কেন?

.