আসানসোল: তৃণমূলের দাদাগিরিতে বন্ধ হয়ে গেল ইসিএলের জে কে নগর কোলিয়ারি। চারদিনের মধ্যে কর্মীদের অন্যত্র বদলির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গত শনিবার কোলিয়ারির ম্যানেজারকে মারধর করেন আইএনটিটিইউসি নেতা চুনুলাল মিশ্র। সেদিনই থানায় অভিযোগ দায়ের হলেও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। এই ঘটনায় অফিসাররা আতঙ্কিত হয়ে পড়ায় বাধ্য হয়ে কোলিয়ারি বন্ধের সিদ্ধান্ত বলে জানিয়েছে ইসিএল।     

ইসিএল কর্তৃপক্ষ উতপাদন বাড়ানোর নির্দেশ দেওয়ায় কোলিয়ারিতে হাজিরার কড়াকড়ি শুরু হয়েছিল। আসানসোলের সাতগ্রাম এরিয়ার জে কে নগর কোলিয়ারির কর্মী তথা আইএনটিটিইউসি নেতা চুনুলাল মিশ্র অবশ্য সেসবে কান দিতে নারাজ। গত শনিবার দেরিতে আসায় চুনুলাল সহ দশ জন শ্রমিককে কাজে যোগ দিতে বারণ করেন কর্তৃপক্ষ। অভিযোগ, এরপরই কোলিয়ারির পিট ম্যানেজার বি কে সিংকে মারধর করেন চুনুলাল মিশ্র। আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ওই ম্যানেজার।

সে দিনই থানায় অভিযোগ দায়ের হলেও চুনুলালকে ধরাছোঁয়ার চেষ্টা করেনি পুলিস। হাসপাতালে থাকাকালীন বি কে সিংয়ের ফোনে এসএমএসে হুমকি, কোলিয়ারির আরেক ম্যানেজার অসীম মণ্ডলকে ফোনে শাসানি দেওয়ার অভিযোগ উঠেছে চুনুলালের বিরুদ্ধে। অসীমবাবুকে হুমকি দেওয়ায় মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করে কোলিয়ারি কর্তৃপক্ষ। কোলিয়ারিতে খোঁজ খবর নিতে পুলিস গেলেও অভিযুক্তকে ধরার কোনও চেষ্টা হয়নি। যার জেরে এ দিন কোলিয়ারি বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

অভিযুক্ত আইএনটিটিইউসি নেতা অবশ্য ইসিএল কর্তৃপক্ষের ঘাড়েই দোষ চাপিয়েছেন। গোটা ঘটনায় সরকারের সমালোচনা করেছে বিরোধীরা। আসানসোলের জামুড়িয়ায় শ্যাম গোষ্ঠীর ইস্পাত কারখানায় তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই ফের শিল্পাঞ্চলে শাসকদলের দাদাগিরির জেরে বন্ধ হল ইসিএলের জে কে নগর কোলিয়ারি।

English Title: 
after shayam cell now a colliari
News Source: 
Home Title: 

তৃণমূলের দাদাগিরিতে এবার বন্ধ হল ইসিএলের কোলিয়ারি

তৃণমূলের দাদাগিরিতে এবার বন্ধ হল ইসিএলের কোলিয়ারি
No
Is Blog?: 
No
Section: