সিঙ্গুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন মুখ্যমন্ত্রী, অধীর চৌধুরী
সিঙ্গুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন মুখ্যমন্ত্রী। চব্বিশ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, সিঙ্গুরবাসীর ভাবাবেগের সঙ্গে রাজনৈতিক তামাশা করছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলে তোলাবাজি, বিভিন্ন নেতার বিদ্রোহ নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন অধীর চৌধুরীর। রেলপ্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি।
সিঙ্গুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন মুখ্যমন্ত্রী। চব্বিশ ঘণ্টাকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, সিঙ্গুরবাসীর ভাবাবেগের সঙ্গে রাজনৈতিক তামাশা করছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলে তোলাবাজি, বিভিন্ন নেতার বিদ্রোহ নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন অধীর চৌধুরীর। রেলপ্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি।
সাক্ষাৎকারটি দেখতে ক্লিক করুন এখানে।
অন্যদিকে, রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী দীপা দাশমুন্সি। আজ মালদা সার্কিট হাউসে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর মনোভাব বেপরোয়া। ফলে, তাঁর দলের আচরণও একইরকম। দুষ্কৃতীরা দলে ঢুকে পড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল বাড়ছে বলেও অভিযোগ করেন দীপা দাশমুন্সি। পরপর শিশুমৃত্যুর ঘটনায় আজ কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরীর সঙ্গে মালদা মেডিক্যাল কলেজে যান তিনি। গত আটদিনে মালদা মেডিক্যালে ৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে।