বাকি তিন দফায় প্রায় প্রতি বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী
শেষ তিন দফা নির্বাচনে আরও ৭০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসছে। ফলে বাকি তিন দফায় প্রায় প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখার চেষ্টা করছে নির্বাচন কমিশন।
শেষ তিন দফা নির্বাচনে আরও ৭০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী আসছে। ফলে বাকি তিন দফায় প্রায় প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী রাখার চেষ্টা করছে নির্বাচন কমিশন।
প্রথম দুই দফায় অধিকাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারেনি নির্বাচন কমিশন। সেক্ষেত্রে মূল বাধা ছিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রের নিয়ম। স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম হচ্ছেযে কোনও জায়গায় বাহিনী মোতায়েন করলে কমপক্ষে চারজনকে একসঙ্গে রাখতে হবে। কিন্তু সেই হিসাবে যে সংখ্যক বাহিনী দরকার সেই সংখ্যক বাহিনী নির্বাচন কমিশনের কাছে ছিল না।
ফলে বিশেষ উত্তেজনাপ্রবণ বুথ ছাড়া যে ভোটকেন্দ্রের মধ্যে একটিমাত্র বুথ ছিল সেখানে বাহিনী রাখতে পারেনি কমিশন। কমিশনের তরফে বিধি একটু শিথিল করে অন্তত দুজন করে জওয়ান নিয়োগের অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্রদফতর জানিয়ে দেয় নিয়ম ভাঙা সম্ভব নয়। সমস্যা মেটাতে তাই সুপ্রিম কোর্টে স্থির করা বাহিনীর পাশাপাশি অতিরিক্ত প্রায় সত্তর কোম্পানী বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। এদিকে বাহিনী প্রসঙ্গে কমিশনের পাশে দাঁড়িয়েছেন রাজ্যপাল। আজ তিনি বলেন,অতিরিক্ত বাহিনী এলে গণ্ডগোলের সমস্যা মেটানো যাবে।