জরিমানা না দেওয়ায় শ্লীলতাহানিতে অভিযুক্ত যুবকের বাড়ি ভাঙচুর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ফের খবরের শিরোনামে সালিশি সভা। এবার উত্তর চব্বিশ পরগনার আমডাঙায়। কিছু দিন আগে শ্লীলতাহানির অভিযোগ ওঠে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থতিতে সালিশি সভা বসে গ্রামে। সেখানেই অভিযুক্ত যুবককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

Updated By: Jun 3, 2014, 10:10 AM IST

ফের খবরের শিরোনামে সালিশি সভা। এবার উত্তর চব্বিশ পরগনার আমডাঙায়। কিছু দিন আগে শ্লীলতাহানির অভিযোগ ওঠে গ্রামেরই এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপস্থতিতে সালিশি সভা বসে গ্রামে। সেখানেই অভিযুক্ত যুবককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

সালিশি সভার নিদান মতো জরিমানা না দিতে পারায় শ্লীলতাহানিতে অভিযুক্তের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল আমডাঙায়। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের উপস্থিতিতে, পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য হয় সালিশি সভায়। ষোল জনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে যুবকের পরিবার। ভাঙচুরের বিষয়টি স্বীকার করলেও পুলিস জানিয়েছে, অভিযোগে সালিশি সভার বিষয়টি উল্লেখ করা হয়নি।

তবে টাকা দিতে রাজি হয়নি যুবকের পরিবার। বিষয়টি তাঁরা স্থানীয় বিধায়ককেও জানান বলে দাবি। টাকা দিতে রাজি না হওয়াতে পঞ্চায়েত উপপ্রধানের সামনেই ওই যুবকের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মারধর করা হয় পরিবারের সদস্যদের।

তবে গোটা ঘটনায় তাঁদের দলের কেউ যুক্ত নয় বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এখনও আতঙ্কে কাঁপছে ওই যুবকের পরিবার।

.