ট্রাক এবং ট্রেকরের সংঘর্ষে মৃত ১১

কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ১১জনের। বাঁকুড়ার সারেঙ্গায় শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। লরির সঙ্গে ট্রেকারের সংঘর্ষে ৬জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।

Updated By: Mar 17, 2012, 09:11 PM IST

কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ১১জনের। বাঁকুড়ার সারেঙ্গায় শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। লরির সঙ্গে ট্রেকারের সংঘর্ষে ৬জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক।
আর ৫টা দিনের মতো শনিবারও কাজ সেরে বাড়ি ফিরছিলেন ইটভাটার শ্রমিকরা। সকলে মিলে একটি ট্রেকারে করে গোপালডাঙা গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু দুপুর ২টো নাগাদ সারেঙ্গার বড়গাঁড়রা মোড়ে একটি বালি বোঝাই লরির সঙ্গে ট্রেকারের সংঘর্ষ হয়। লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ট্রেকারটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোয়ালতোড়ের দিক থেকে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেকারে ধাক্কা মারে।
 
স্থানীয় গ্রামবাসীরা আহত যাত্রীদের উদ্ধার করে সারেঙ্গা খ্রীষ্টিয় মিশন হাসপাতালে ভর্তি করেন। আহত ৬ যাত্রীর মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লরির চালক ও খালাসি পলাতক।

.