ভোট যুদ্ধে তৃণমূলকে এক ছটাকও জমি ছাড়তে নারাজ আব্দুল মান্নান

প্রথম দিন থেকেই বাম-কংগ্রেস জোটের হয়ে জোর সওয়াল করেছেন। সেই আব্দুল মান্নানের প্রচার মিছিলে মিলেমিশে একাকার হাত আর হাতুড়ি। সারদা-থেকে নারদ স্টিং কাণ্ড। চাঁপদানির কংগ্রেস প্রার্থী প্রচারে হাতিয়ার করছেন দুর্নীতির অভিযোগকেই।

Updated By: Mar 25, 2016, 08:18 PM IST
ভোট যুদ্ধে তৃণমূলকে এক ছটাকও জমি ছাড়তে নারাজ আব্দুল মান্নান

ওয়েব ডেস্ক: প্রথম দিন থেকেই বাম-কংগ্রেস জোটের হয়ে জোর সওয়াল করেছেন। সেই আব্দুল মান্নানের প্রচার মিছিলে মিলেমিশে একাকার হাত আর হাতুড়ি। সারদা-থেকে নারদ স্টিং কাণ্ড। চাঁপদানির কংগ্রেস প্রার্থী প্রচারে হাতিয়ার করছেন দুর্নীতির অভিযোগকেই।

রাজ্যে বাম-কংগ্রেস জোটের অন্যতম কারিগর তিনি। জোট গড়তে সরাসরি আর্জি জানিয়েছেন সোনিয়া গান্ধীর কাছেও। শুক্রবার চাঁপদানিতে সেই আব্দুল মান্নানের প্রচারে কংগ্রেসের সঙ্গে পা মেলালেন বাম কর্মীরাও। মান্নানের হয়ে প্রচারে সামিল হন ফরোয়ার্ড ব্লক নেতা নরেন চ্যাটার্জিও।

৩ বার এই চাঁপদানি থেকেই বিধায়ক হয়েছেন। শুক্রবার প্রচারে তাই দেখা হয়ে গেল বহু পুরনো মুখের সঙ্গে। বারবার মুখ খুলেছেন দুর্নীতির বিরুদ্ধে। সারদা তদন্ত নিয়ে দ্বারস্থ হয়েছেন দেশের শীর্ষ আদালতের। আব্দুল মান্নানের প্রচারে তাই বারবার ঘুরে ফিরে আসছে দুর্নীতি ইস্যু। দুর্নীতি থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা। সারদা থেকে নারদ স্টিং। ভোট যুদ্ধে তৃণমূলকে এক ছটাকও জমি ছাড়তে নারাজ আব্দুল মান্নান।

.