ডাকাতি ছেড়ে এ যুগের 'বাল্মীকি' হতে বাদুরিয়ায় পুরভোটের ময়দানে আপ সমর্থিত নির্দল প্রার্থী

ডাকাতি ছেড়ে সমাজ সেবায় নেমে পড়েছেন বাদুরিয়ার খলিল মণ্ডল। আম আদমি পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হয়েছেন বাদুরিয়া পুরসভার সাত নম্বর ওযার্ড থেকে। এলাকার মানুষও তাঁর পাশে। তাঁরাই টাকা পয়সা তুলে খলিলকে প্রার্থী করেছেন পুরভোটে। এক সময় প্রতিরাতে সে দরজা ভেঙে ঢুকে পড়ত গৃহস্থের বাড়িতে। ভয় দেখিয়ে লুঠপাট চালাত। এলাকায় ডাকাত হিসেবেই তাঁর পরিচিতি। এখন সেই খলিল মণ্ডল মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি হতে চাইছেন।

Updated By: Apr 6, 2015, 08:46 AM IST
ডাকাতি ছেড়ে এ যুগের 'বাল্মীকি' হতে বাদুরিয়ায় পুরভোটের ময়দানে আপ সমর্থিত নির্দল প্রার্থী

ব্যুরো: ডাকাতি ছেড়ে সমাজ সেবায় নেমে পড়েছেন বাদুরিয়ার খলিল মণ্ডল। আম আদমি পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হয়েছেন বাদুরিয়া পুরসভার সাত নম্বর ওযার্ড থেকে। এলাকার মানুষও তাঁর পাশে। তাঁরাই টাকা পয়সা তুলে খলিলকে প্রার্থী করেছেন পুরভোটে। এক সময় প্রতিরাতে সে দরজা ভেঙে ঢুকে পড়ত গৃহস্থের বাড়িতে। ভয় দেখিয়ে লুঠপাট চালাত। এলাকায় ডাকাত হিসেবেই তাঁর পরিচিতি। এখন সেই খলিল মণ্ডল মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি হতে চাইছেন।

বাদুরিয়ার সাত নম্বর ওয়ার্ডে সুখপুকুর পূর্বপাড়ার বাসিন্দা খলিল মণ্ডল। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা। অন্ধকার জগত ছেড়ে এখন ভ্যান রিক্সা চালক। তিনিই এবার নির্দল প্রার্থী বাদুরিয়া পুরসভার সাত নম্বর ওয়ার্ড থেকে। আম আদমি পার্টির সমর্থনে জোড়া পাতা চিহ্নে নির্দল প্রার্থী। তিনি চান উদাহরণ হতে।

কিন্তু কেন প্রার্থী হলেন?

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাজনৈতিক নেতারা প্রতিবার নানা প্রতিশ্রুতি দিয়ে যান। এলাকার আর উন্নয়ন হয় না। তাই তাঁরাই টাকা পয়সা তুলে পুরভোটের লড়াইয়ে নামিয়ে দিয়েছেন পরোপকারী খলিল মণ্ডলকেই।

ডাকাতি যে অন্ধকারের রাস্তা তা ভালই বোঝেন খলিল। আলোর মুখ দেখতে তাই আপাতত নির্বাচনই তাঁর হাতিয়ার।

 

.