কাকদ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৪ মত্স্যজীবী

কাকদ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ৪ মত্‍স্যজীবী। গতকাল কাকদ্বীপ থেকে ১৭ জনের একটি দল ট্রলার নিয়ে মাছ ধরতে যায়। কিন্তু আবহাওয়া খুবই খারাপ থাকায় ফেরার পথে বিপদে পড়েন তাঁরা। উত্তাল সাগরে, ঢেউয়ের ধাক্কায় FB গোবিন্দ ট্রলারটি থেকে ছিটকে পড়েন ৫ মত্‍স্যজীবী। ১ জনকে পরে উদ্ধার করা সম্ভব হলেও, বাকিদের কোনও খোঁজ মেলেনি।

Updated By: Jul 23, 2016, 05:50 PM IST
কাকদ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ৪ মত্স্যজীবী

ওয়েব ডেস্ক: কাকদ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ৪ মত্‍স্যজীবী। গতকাল কাকদ্বীপ থেকে ১৭ জনের একটি দল ট্রলার নিয়ে মাছ ধরতে যায়। কিন্তু আবহাওয়া খুবই খারাপ থাকায় ফেরার পথে বিপদে পড়েন তাঁরা। উত্তাল সাগরে, ঢেউয়ের ধাক্কায় FB গোবিন্দ ট্রলারটি থেকে ছিটকে পড়েন ৫ মত্‍স্যজীবী। ১ জনকে পরে উদ্ধার করা সম্ভব হলেও, বাকিদের কোনও খোঁজ মেলেনি।

আরও পড়ুন দার্জিলিংয়ে বহুতল ভেঙে হতাহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

উপকূলরক্ষী-বাহিনীকেও বিষয়টি জানানো হয়। কিন্তু মত্‍স্যজীবীদের অভিযোগ, কোনও সাহায্যই মেলেনি। শেষ পর্যন্ত তাঁরা নিজেরাই উদ্ধারের চেষ্টা শুরু করেন। তাতেও কোনও লাভ হয়নি। এখনও নিখোঁজ তাঁরা। এই মত্‍স্যজীবীরা কাকদ্বীপ, নামখানা এলাকার বাসিন্দা।

.